Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির সঙ্গে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

admin

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:১২ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:১২ পূর্বাহ্ণ

ফলো করুন-
রাষ্ট্রপতির সঙ্গে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার:
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্কে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন জানান, রাষ্ট্রদূত সাক্ষাৎকালে তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতির দিকনির্দেশনা এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রপতি বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে নতুন রাষ্ট্রদূতকে কাজ করার নির্দেশ দেন।

তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের কল্যাণে কাজ করারও কথা বলেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ূয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদিন এবং সচিব সংযুক্ত মো. ওয়াহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন