ফেনী প্রতিনিধি:
দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরছিলেন আনিসুল হক। তাকে বিদায় জানাতে আসছিলেন আরও ছয়জন। কিন্তু কে জানত আনিসুল নামের ওই প্রবাসীকে বিদায় জানাতে গিয়ে পাঁচজনকে চিরবিদায় নিতে হবে। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টায় জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাওয়ার পথে বাফেলো এলাকায় বহনকারী প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে লরির নিচে আটকে যায়।
লরিচাপায় প্রাইভেটকারে থাকা আনিসুলকে বিদায় জানাতে যাওয়া ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের সবার বাড়ি ফেনী জেলায়। এ সময় আনিসুলসহ গুরুতর আহত হন আরও দুজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা অনুবিভাগের মহাপরিচালক মো. তারিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলেন-ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মো. ইসমাইল, দাগনভূঞা উপজেলার মাতুভূঁইয়া ইউনিয়নের রাজু আহমেদ ও জায়লস্কর ইউনিয়নের মোস্তফা কামাল পুপেল, সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের আবুল হোসেন ও তার সন্তান নাহিদ হোসেন। আহতদের একজন আনিসুল হক মিলনের বাড়ি দাগনভূঞায়। অন্যজন ঢাকার নাহিদ।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী শওকত বিন আশরাফ বলেন, সকাল ৯টায় আনিসুল হক নামের এক প্রবাসী বাংলাদেশিকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার পথে কেপটাউনের বাফেলো নামক স্থানে মালবোঝাই লরির চাপায় তাদের প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত হন বাংলাদেশগামী যাত্রী আনিসুল হকসহ অপর একজন।
ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়ি ফেনীর বিভিন্ন উপজেলায়। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজখবর নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার