স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক সচিব মোহাম্মদ সাদিকের পক্ষে সিলেট ও সুনামগঞ্জে সরকারি কর্মকর্তারা প্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ।
রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন। অভিযোগের বিষয়ে নৌকার প্রার্থী মোহাম্মদ সাদিকের কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তবে অভিযোগের বিষয়ে জাপা প্রার্থীকে তথ্য প্রমাণ দিতে বলেছে নির্বাচন কমিশন।
জানা যায়, রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভা হয়। সেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাসহ নির্বাচনসংশ্লিষ্ট সব পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। সভায় নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
সভা থেকে বেরিয়ে ফজলুর রহমান মিসবাহ সাংবাদিকদের বলেন, ‘আমি নির্বাচন কমিশনারের কাছে আমার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ড. মোহাম্মদ সাদিকের সামনেই বলেছি, ওনার পক্ষে সিলেট ও সুনামগঞ্জের কিছু সরকারি চাকরিজীবী প্রচার চালাচ্ছেন। নির্বাচনে সরকারি কর্মকর্তারা প্রচারণা চালাতে পারবেন না, এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আমি নির্বাচন কমিশনারকে বলেছি, যাঁরা এমন কাজ করছেন তাঁদের নাম-পদবি আমি জানি।’
জাতীয় পার্টির এই সংসদ সদস্য বলেন, ‘আমার অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনার প্রয়োজনীয় তথ্যপ্রমাণ দিতে বলেছেন। আমি সেগুলো নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তাকে দেব।’
তবে এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি সাবেক সচিব ও সুনামগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ সাদিক।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার