Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটের ৬টি আসনে মোট ভোটার কত?

admin

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩ | ১১:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ | ১১:৪৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটের ৬টি আসনে মোট ভোটার কত?

স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগের চার জেলার ১৯ আসনের মধ্যে সিলেট জেলায় রয়েছে ৬টি সংসদীয় আসন। সিলেটের এ ছয়টি আসনে প্রার্থী রয়েছেন ৩৪ জন। মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ১৫ হাজার ৪৮৮ জন।

সিলেট সিটি করপোরেশনভুক্ত এলাকা এবং সিলেট সদর উপজেলা নিয়ে জাতীয় সংসদের ২২৯ সিলেট-১ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৬ লাখ ৩৪ হাজার ৭৭ জন। তন্মধ্যে পুরুষ ৩ লাখ ৩০ হাজার ৮৬৭ জন, নারী ৩ লাখ ৩ হাজার ২০৩, এবং ৭ জন তৃতীয় লিঙ্গের অর্থাৎ হিজড়া ভোটার।

সিলেট-১ আসনে মোট প্রার্থী ৫ জন। প্রার্থীরা হলেন বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট) এর ‌আব্দুল বাছিত (ছড়ি), ইসলামী ঐক্যজোটের ফয়জুল হক (মিনার), বাংলাদেশ আওয়ামী লীগের এ. কে আব্দুল মোমেন (নৌকা), বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী (ডাব), এবং ন্যাশনাল পিপলস পার্টির ইউসুফ আহমদ (আম)।

 

বিশ্বনাথ এবং ওসমানীনগর উপজেলা নিয়ে জাতীয় সংসদের ২৩০ সিলেট-২ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৭৫৭ জন। তন্মধ্যে পুরুষ ১ লাখ ৭৬ হাজার ১৫৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৬ হাজার ৮০১ জন।

 

সিলেট-২ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন। প্রার্থীদের মধ্যে রয়েছেন গণফোরামের মোকাব্বির খান (উদীয়মান সূর্য), ন্যাশনাল পিপলস পার্টির মো. মনোয়ার হোসাইন (আম), বাংলাদেশ আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী (নৌকা), বাংলাদেশ কংগ্রেসের মো. জহির (ডাব), তৃণমূল বিএনপির মোহাম্মদ আব্দুর রব (সোনালী আঁশ), জাতীয় পার্টির মো. ইয়াহ্ইয়া চৌধুরী (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান (ট্রাক)।

 

দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জ উপজেলা নিয়ে জাতীয় সংসদের ২৩১ সিলেট-৩ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮৬ হাজার ৪৫৩ জন। তন্মধ্যে পুরুষ ১ লাখ ৯৬ হাজার ১৬৭ জন, নারী ১ লাখ ৯০ হাজার ২৮৫ জন, এবং ১ জন হিজড়া ভোটার।

 

সিলেট-৩ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। প্রার্থীদের মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব (নৌকা), ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির আনোয়ার হোসেন আফরোজ (আম), জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান আতিক (লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের মইনুল ইসলাম (মিনার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শেখ জাহেদুর রহমান মাসুম, এবং স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল (ট্রাক)।

 

কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট এবং জৈন্তাপুর উপজেলা নিয়ে জাতীয় সংসদের ২৩২ সিলেট-৪ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৫ হাজার ১২৩ জন। তন্মধ্যে পুরুষ ২ লাখ ৪৬ হাজার ১১০ জন, নারী ২ লাখ ২৯ হাজার ১২ জন, এবং ১ জন হিজড়া ভোটার।

 

সিলেট-৪ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৩ জন প্রার্থী। তন্মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের ইমরান আহমদ (নৌকা), ইসলামী ঐক্যজোটের মো. নাজিম উদ্দিন কামরান (মিনার), এবং তৃণমূল বিএনপির মো. আবুল হোসেন (সোনালী আঁশ)।

 

কানাইঘাট এবং জকিগঞ্জ উপজেলা নিয়ে জাতীয় সংসদের ২৩৩ সিলেট-৫ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৩২৫ জন। তন্মধ্যে রয়েছেন ২ লাখ ৫ হাজার ৬৬৩ জন পুরুষ ভোটার, এবং নারী ভোটার ১ লাখ ৯৬ হাজার ৬৬২ জন।

 

সিলেট-৫ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৭ জন প্রার্থী। তন্মধ্যে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের মাসুক উদ্দিন আহমদ (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী (কেটলি), স্বতন্ত্র প্রার্থী আহমদ আল কবির (ট্রাক), তৃণমূল বিএনপির কুতুব উদ্দীন আহমদ শিকদার (সোনালী আঁশ), জাতীয় পার্টির শাব্বীর আহমদ (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের বদরুল আলম (ডাব), এবং মুসলিম লীগ-বিএমএল এর খায়রুল ইসলাম (পাঞ্জা)।

বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলা নিয়ে জাতীয় সংসদের ২৩৪ সিলেট-৬ আসন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭২ হাজার ৭৫৩ জন। তন্মধ্যে ২ লাখ ৩৭ হাজার ৪৯৪ জন পুরুষ ভোটার, ২ লাখ ৩৫ হাজার ২৫৮ জন নারী ভোটার এবং ১ জন হিজড়া ভোটার।

সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৬ জন প্রার্থী। তন্মধ্যে রয়েছেন প্রার্থী জাতীয় পার্টির সেলিম উদ্দিন (লাঙ্গল), সাংস্কৃতিক মুক্তিজোট-মুক্তিজোট এর আতাউর রহমান (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী সরওয়ার হোসেন (ঈগল), বাংলাদেশ আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ (নৌকা), তৃণমূল বিএনপির শমসের মুবিন চৌধুরী (সোনালী আঁশ), এবং ইসলামী ঐক্যজোটের সাদিকুর রহমান (মিনার)।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন