Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ১৯শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করলে ব্যবস্থা: র‍্যাব

admin

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩ | ০৩:১৪ অপরাহ্ণ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ | ০৩:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করলে ব্যবস্থা: র‍্যাব

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ সংসদ নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ কথা জানান।

কমান্ডার মঈন বলেন, যারা নির্বাচনে সহিংসতা করার চেষ্টা করছে বা নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। এরই মধ্যে প্রায় ১০ জনের বেশি ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের দিক-নির্দেশনা বাস্তবায়নে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আমরা কাজ করে যাবো। যেখানে গোয়েন্দা তথ্য থাকছে সেখানেই কাজ করে যাচ্ছে র‍্যাব।

তিনি বলেন, নাশকতা ও সহিংসতার ঘটনায় মামলা হচ্ছে, আসামিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসছি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন