Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জে ছড়াচ্ছে উত্তাপ বাড়ছে উদ্বেগ সজাগ প্রশাসন

admin

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৪ | ১১:৩১ পূর্বাহ্ণ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৪ | ১১:৩১ পূর্বাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জে ছড়াচ্ছে উত্তাপ বাড়ছে উদ্বেগ সজাগ প্রশাসন

সুনামগঞ্জ প্রতিনিধি:
বিএনপিবিহীন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের ৫টি আসনে দিন দিন উত্তাপ বাড়ছে। আমেজ থাকলেও প্রার্থীদের কথার লড়াইয়ের পাশাপাশি কর্মী ও সমর্থকদের বিষোদগারের কারণে সাধারণ ভোটাররা রয়েছেন উদ্বেগ আর উৎকণ্ঠায়। তবে প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে বলে জানা যায়।

জেলার ৫টি আসনে বিভিন্ন প্রতীক নিয়ে এবার প্রতিদ্বন্দন্ধিতা করছেন ২৯ প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগের দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রচার- প্রচারণা তুঙ্গে রয়েছে। কিন্তু বাকি প্রার্থীদের প্রচারণা যেন চলছে ঢিমেতালে।

এইদিকে নির্বাচনের ঘিরে জেলা প্রশাসনের তৎপরতা লক্ষণীয়। গতকাল থেকে পুলিশের পাশাপাশি নিরাপত্তায় জেলা জুড়ে টহল দিচ্ছে বিজিবি।

জানা যায়, জেলার ৫টি আসনে মোট ভোটার ১৯ লাখ ২২ হাজার ১৬৯ জন। এর মধ্যে পুরুষ ৯ লাখ ৭৪ হাজার ৪২৯ জন এবং নারী ভোটার ৯ লাখ ৪৭ হাজার ৭২৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১২ জন। ভোট কেন্দ্র মোট ৭০০টি এবং ভোট কক্ষ ৪ হাজার ১২৯টি।

জেলার ৫টি আসনের মধ্যে সুনামগঞ্জ- ১ আসনে মোট ভোটার ৪ লাখ ৬২ হাজার ৬৯৫ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৪ হাজার ৯৮৯ জন এবং নারী ভোটার ২ লাখ ২৭ হাজার ২০১ জন।

এই আসনের ২৩টি ইউনিয়নে ভোট কেন্দ্র রয়েছে ১৬৮টি, সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনে ভোটার রয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৮৯৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৩ হাজার ৬৪৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৪১ হাজার ২৫০ জন।

এই আসনের ১৩টি ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে ১১১টি, সুনামগঞ্জ- ৩ (শান্তিগঞ্জ- জগন্নাথপুর) আসনে ভোটার রয়েছেন ৩ লাখ ৪৪ হাজার ৬৫৩ জন। এর মধ্যে পুরুষ ১ লা ৭৩ হাজার ৭২৮ জন এবং নারী ভোটার ১ লাখ ৭০ হাজার ৯২১ জন।

এই আসনের ১৬টি ইউনিয়নে ভোটকেন্দ্র রয়েছে ১৪৫টি, সুনামগঞ্জ- ৪ (সুনামগঞ্জ সদর- বিশ^ম্ভরপুর) আসনে ভোটার রয়েছেন ৩ লাখ ৪১ হাজার ৮২৯ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৩ হাজার ৩৬৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৮ হাজার ৪৬১ জন।

এই আসনের ১৪ ইউনিয়নে ১১২টি ভোটকেন্দ্র রয়েছে, সুনামগঞ্জ- ৫ (ছাতক- দোয়ারাবাজার) আসনে ভোটার রয়েছেন ৪ লাখ ৮৮ হাজার ৯৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৭০৩ জন এবং নারী ২ লাখ ৩৯ হাজার ৩৯৫ জন। এই আসনের ২২টি ইউনিয়নে ১৬৪ টি ভোটকেন্দ্র রয়েছে।

জেলার ৫টি আসনে মোট ১২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। সুনামগঞ্জ-১ আসনে সহকারী জজ নাজমুল হাসান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মিছবাহ উদ্দিন আহমদ, মুহাম্মদ ফারহান সাদিক এবং আবদুল হালিম, সুনামগঞ্জ-২ আসনে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর, নির্জন কুমার মিত্র ।

সুনামগঞ্জ- ৩ আসনে জেলা লিগ্যাল এইড অফিসার সুলেখা দে, সহকারী জজ আসিফ আলম চৌধুরী, সুনামগঞ্জ-৪ আসনে অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিশাদুজ্জামান, সহকারী জজ মো. আরিফুর রহমান, সুনামগঞ্জ- ৫ আসনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল উদ্দিন, যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আযম দায়িত্ব পালন করবেন।

তাহিরপুর উপজেলার সারোয়ার ইবনে গিয়াস জানান, বিএনপি নির্বাচনে না আসায় এলাকার ভোটারদের মধ্যে তেমন উৎসাহ নেই। তবে দলীয় প্রার্থী স্বতন্ত্র ও সর্মথকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে।

বিশম্ভরপুর উপজেলার সোহেল আহমেদ সাজু বলেন, এবারের নির্বাচন একটু ভিন্ন মনে হচ্ছে। প্রশাসনের তৎপরতা লক্ষণীয়। তবে, সাধারণ ভোটারদের মধ্যে উদ্বেগ- উৎকন্ঠা বিরাজ করছে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী বলেছেন, ‘জেলার ৫ টি আসনেই প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে। ভোট গ্রহনে কোন কারচুপির সুযোগ নেই।’

ভোট কেন্দ্রে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে বলে জানান এ কর্মকর্তা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন