Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ১৯শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামীলীগ

admin

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪ | ০৩:৪২ অপরাহ্ণ | আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪ | ০৩:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামীলীগ

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে বড় জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এ নির্বাচনের মধ্য দিয়ে টানা চতুর্থবার ক্ষমতায় বসতে যাচ্ছে দলটি।

এর আগে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে অনুষ্ঠিত নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয় আওয়ামী লীগ।

বেসরকারিভাবে রোববার রাত সোয়া ১২টা নাগাদ প্রাপ্ত ফল অনুযায়ী, আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা জয়ী হন ১৮৯টি আসনে। অন্যদিকে ৬০টিতে জয়ী হন স্বতন্ত্র প্রার্থীরা। এ ছাড়া লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচনে লড়া জাতীয় পার্টির প্রার্থীরা ১১টি আসনে বিজয়ী হন।

জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা নাগাদ ভোটগ্রহণ হয়। স্বতন্ত্র প্রার্থীর মৃত্যুর কারণে নওগাঁ-২ আসনে ভোট স্থগিত ছিল।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিল ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ পুরুষ আর ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ নারী। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার ছিল ৮৫২ জন।

ভোটে সারা দেশে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ১ হাজার ৯৭০ জন। এর মধ্যে ২৮টি রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৫৩৪ জন। বাকি ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী, যাদের বেশির ভাগ আওয়ামী লীগ নেতা।

নির্বাচনে সব আসনেই ব্যালট পেপার ব্যবহার করে ভোট নেয়া হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 999 বার

শেয়ার করুন