Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ১৪ দলীয় জোটচর্চা নেই : মেনন

admin

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:০৯ অপরাহ্ণ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৩ | ০২:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
আওয়ামী লীগ ১৪ দলীয় জোটচর্চা নেই : মেনন

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘আওয়ামী লীগ ১৪ দলীয় জোটচর্চা করছে না। রাজশাহীর এই মাদ্রাসা ময়দানে কিছু দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী জনসভা করে গিয়েছেন। ভোটের জন্য ওয়াদাও চেয়েছেন। কিসে ভোট চেয়েছেন? নৌকায়। ঠিকই আছে। তিনি আওয়ামী লীগের সভানেত্রী, তিনি নৌকায় ভোট চাইতেই পারেন। কিন্তু তিনি একই সঙ্গে ১৪ দলেরও জোটনেত্রী।

তিনি ঘোষণা দিয়ে বলেছেন, ১৪ দল একত্রে নির্বাচন করবে। এটা আমার কথা নয়, গণভবনে ১৪ দলের নেতৃবৃন্দের সঙ্গে সভা করে তিনি এ কথা বলেছেন। কিন্তু ভোট চাইবার বেলায় নৌকা, হাতুড়ির কোনো জায়গা নাই। ভোট চাইবার বেলায় নৌকা, মশালের কোনো জায়গা নাই। সেখানে কোদালের কোনো জায়গা নাই। তাহলে কি হলো? এই ১৪ দলের ঐক্যজোট হলো? ঐ নির্বাচন কি হলো? অত্যন্ত দুর্ভাগ্যজনক দুর্ভাগ্য আমাদের রয়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা রাজনৈতিকভাবে এগিয়েছি, কোনো সন্দেহ নাই। বিএনপি-জামায়াত জোটকে পরাস্ত করেছি। জঙ্গিবাদকে পরাস্ত করেছি। সেনাশাসনের ষড়যন্ত্রকে প্রতিরোধ করেছি। কিন্তু আজকে আবার সেই পুরোনো প্রশ্ন। সেই প্রশ্ন, সেই শক্তি যাদেরকে পরাজিত করেছিলাম। তারা আবার সারা বাংলাদেশ দাপিয়ে বেড়াচ্ছে। কি বলছে? বলছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। বলছে, ইভিএমে তারা কোনো ভোট করবে না। একটার পর একটা শর্ত তাদের, শর্তের কোনো শেষ নেই।’

গতকাল শনিবার বিকালে রাজশাহীর মাদ্রাসা ময়দানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দেন পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন