Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

নির্বাচনকেন্দ্রিক সহিংসতার রিপোর্ট নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব

admin

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৪ | ১২:২৯ অপরাহ্ণ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৪ | ১২:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
নির্বাচনকেন্দ্রিক সহিংসতার রিপোর্ট নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ মহাসচিব

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সহিংসতার রিপোর্ট নিয়ে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন। স্থানীয় সময় মঙ্গলবার (৯ জানুয়ারি) এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এ কথা বলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

ব্রিফিংয়ে সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশে তথাকথিত নির্বাচনের নামে শাসকগোষ্ঠীর নির্মম দমন-পীড়নের শিকার বাংলাদেশের ভুক্তভোগী, নিপীড়িত ও বঞ্চিত জনগণের পাশে দাঁড়াতে জাতিসংঘ মহাসচিব কী পদক্ষেপ নিচ্ছেন? যেখানে সপ্তাহান্তে আমরা বাংলাদেশে ভোটার কারচুপি, ভীতি প্রদর্শন ও বয়কটে ভরা একতরফা ডামি নির্বাচন প্রত্যক্ষ করেছি।

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, আমি আপনাকে আগেই বলেছি, মহাসচিব সকল পক্ষকে সব ধরনের সহিংসতা প্রত্যাখ্যান করতে এবং প্রত্যেকের মানবাধিকার এবং আইনের শাসনে সবার প্রবেশাধিকারকে পুরোপুরি সম্মানিত করার আহ্বান জানিয়েছেন। এটি বাংলাদেশের গণতন্ত্র ও অর্থনৈতিক সমৃদ্ধির সুসংহতকরণের জন্য অপরিহার্য। আমরা যে সহিংসতা দেখেছি, তার রিপোর্ট নিয়ে তিনি (মহাসচিব) অবশ্যই উদ্বিগ্ন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন