Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

খাল থেকে মডেলের মরদেহ উদ্ধার

admin

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৪ | ০৬:০৬ অপরাহ্ণ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৪ | ০৬:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
খাল থেকে মডেলের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক:
ভারতের পাঞ্জাবে সাবেক মডেল দিব্যা পাহুজারকে গুলি করে হত্যা করে পাঁচ দুর্বৃত্ত। হত্যার এক সপ্তাহ পর অবশেষে ভারতীয় পুলিশ দিব্যার মরদেহ পাশের রাজ্য হরিয়ানার একটি খাল থেকে উদ্ধার করে। আজ শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

এর আগে, গেল শুক্রবার কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায় অভিযুক্ত রবি ভাঙ্গা নামে এক যুবককে। গুরুগ্রামের গ্যাংস্টার সন্দীপ গাডোলির খুনের অভিযোগের মামলার অন্যতম সাক্ষী ছিলেন তিনি।

এদিকে পুলিশ বলছে, গেল ২ জানুয়ারি দিব্যাকে পাঞ্জাবের গুরুগ্রামের একটি হোটেলে নিয়ে যান পাঁচ ব্যক্তি। এরপর সেখানে তাকে মাথায় গুলি করে হত্যা করে তারা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হত্যার পর একটি গাড়িতে করে তার লাশ নিয়ে যাওয়া হয়। এরপর সেটি পাঞ্জাবের ভাকরা খালে ফেলে দেওয়া হলে পানিতে ভেসে ভেসে প্রতিবেশী হরিয়ানা রাজ্যে চলে যায়।

হরিয়ানার তোহনা থেকে গুরুগ্রাম পুলিশের একটি দল দিব্যার মরদেহ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ছবি পাঠানো হলে বিষয়টি নিশ্চিত করে দিব্যার পরিবার। তার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারতীয় পুলিশ বলছে, হোটেল মালিককে অশ্লীল ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করার অভিযোগে দিব্যাকে হত্যা করা হয়েছে।

তৎকালীন প্রেমিক ও গুরুগ্রামের গ্যাংস্টার সন্দীপ গাদোলির ভুয়া এনকাউন্টারে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সাল থেকে কারাগারে ছিলেন দিব্যা। তবে গত বছরের জুনে তিনি জামিনে ছাড়া পেয়েছিলেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন