স্টাফ রিপোর্টার:
মেয়ের বিয়ে ঠিক হয়েছে। অথচ বাবা কারাগারে বন্দি। বাবাকে ছাড়া বিয়ে করবেন তা কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না মেয়ে। তাই সাত-পাঁচ না ভেবে নিজের বিয়েতে বাবাকে পেতে আবেদন করে বসেন কারা কর্তৃপক্ষের কাছে। ইতিবাচক সাড়াও পেয়ে যান। পরে কারাগারের ভেতরেই তাদের বিয়ের আয়োজন করা হয়। শুধু তাই নয় বিয়েতে বিশেষ উপহারও দেয় কারা কর্তৃপক্ষ।
সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে সংযুক্ত আরব আমিরাতে। খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ের একটি কারাগারের ভেতরে ওই আরব তরুণীর বিয়ে হয়েছে।
জানা যায়, ওই তরুণীর বাবা দুবাইয়ের একটি কারাগারে বন্দি। কিন্তু সম্প্রতি তার বিয়ে ঠিক হয়। বিয়ের প্রস্তাবে তিনি রাজিও হন। কিন্তু বাবাকে ছাড়া তিনি বিয়ে করবেন না। বিশেষ এই সময়ে নিজের পাশে বাবাকে পেতে দুবাই কারা কর্তৃপক্ষের কাছে চিঠি দেন। চিঠিতে বিয়ের মতো সময়ে বাবার পাশে থাকা কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরেন।
কারা কর্মকর্তা ব্রিগেডিয়ার মারওয়ান জলফার বলেন, কারাবন্দি ওই ব্যক্তি তার পরিবারের একমাত্র অর্থ উপার্জনকারী ছিলেন। তাদের আর্থিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে কারাগারের ভেতরে বিয়ের আয়োজনের অনুমতি দেওয়া হয়। এরপর একজন কাজীকে ডেকে তাদের বিয়ে দেওয়া হয়। নতুন সংসার শুরু করতে তাদের ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্রও উপহার হিসেবে দেওয়া হয়েছে।
দুবাইয়ের কারা কর্মকর্তারা বলছেন, বন্দি ও তাদের পরিবারের মধ্যে যোগসূত্র স্থাপনে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে আসছেন। এরই অংশ হিসেবে এই বিয়ের আয়োজন করা হয়েছে।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে এক কারান্দির জন্মদিনে তার মেয়ের সঙ্গে দেখা করার ব্যবস্থা করা হয়। দীর্ঘ ছয় বছর পর ওই দিন তারা পুনরায় মিলিত হন। এ ছাড়া গত জুলাই মাসে এক বন্দিকে তার ছেলের সঙ্গে দেখা করানো হয়।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার