Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মেয়েকে হত্যার দায়ে সৎ মা ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

admin

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:৩৭ পূর্বাহ্ণ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:৩৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
মেয়েকে হত্যার দায়ে সৎ মা ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে বালিশচাপা দিয়ে মেয়েকে হত্যার দায়ে সৎ মা হাফশিয়া বেগম (৩০) ও তার পরকীয়া প্রেমিক খোরশেদ মোল্লাকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের বাসিন্দা।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালে ২২ অক্টোবর রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের ছাত্রী মর্জিনা কলেজ থেকে বাড়ি ফিরে সৎ মা হাফশিয়া ও তার প্রেমিক খোরশেদকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এরপর হাফশিয়া ও খোরশেদ দুজন মিলে বালিশচাপা দিয়ে মর্জিনাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তারা দুইজন পরিকল্পিতভাবে মর্জিনা আত্মহত্যা করেছে বলে প্রচার করে। এ ঘটনায় নিহতের বাবা আজগর আলী সরদার হাফশিয়া ও খোরশেদকে আসামি করে ওইদিন মামলা করেন।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাহিদ হোসেন বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট নয়। এই রায়ের বিপরীতে উচ্চ আদালতে আপিল করব। আশা করছি সেখানে আমরা ন্যায় বিচার পাব।

রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত যে রায় দিয়েছেন এতে তারা খুশি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!