Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৩ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ছুটির দিনে সড়কে ঝরল ২ প্রাণ

admin

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৪ | ০৫:০৬ অপরাহ্ণ | আপডেট: ১৯ জানুয়ারি ২০২৪ | ০৫:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজারে ছুটির দিনে সড়কে ঝরল ২ প্রাণ

মৌলভীবাজার প্রতিনিধি:
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে মৌলভীবাজারে সিএনজিচালিত অটোরিকশাকে বাসের ধাক্কায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার মৌলভীবাজার-শেরপুর সড়কের দুর্লভপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় প্রাণ হারানো দুজন হলেন- আবাস মিয়া (৭০) ও মধু মিয়া (৬৫)। তাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর গ্রামে বলে জানা গেছে।

এদিকে আহত ছয়জনকে মৌলভীবাজার সদর হাসপাতাল ও সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম ও বিস্তারিত পরিচয় জানা যায়নি।

মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, মৌলভীবাজার থেকে দুপুর সাড়ে ১২টার দিকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস শেরপুর যাওয়ার পথে দুর্লভপুর এলাকায় অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে দুজন নিহত ও ছয়জন আহত হন বলে জেনেছি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন