Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৩ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

চীনে অগ্নিকাণ্ড, নিহত ৩৯

admin

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪ | ১১:২২ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ | ১১:২২ পূর্বাহ্ণ

ফলো করুন-
চীনে অগ্নিকাণ্ড, নিহত ৩৯

অনলাইন ডেস্ক:
চীনের জিয়াংসি প্রদেশের জিয়াংজি শহরের একটি রাস্তার দোকানে অগ্নিকাণ্ডে ৩৯ জন নিহত এবং নয়জন আহত হয়েছে বলে চীনা রাষ্ট্রীয় মিডিয়া এবং স্থানীয় সরকার বুধবার (২৪ জানুয়ারি) জানিয়েছে।

বিবিসি জানায়, বুধবার স্থানীয় সময় বিকালে জিয়াংজি প্রদেশের সিনইউ নগরীর ওই দোকানটিতে আগুন লাগে। আগুনের সূত্রপাত হয় বেজমেন্ট থেকে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোর একটি ভিডিও ফুটেজে, রাস্তার ওপর থাকা দোকান থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায় এবং তা আশেপাশের ভবনগুলোতে ছড়িয়ে গেছে। লোকজনকে জানালা দিয়ে লাফ দিতে দেখা যায়।

রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি নিউজ অনুসারে, যে ভবনে আগুন লেগেছিল সেখানে মাটির নিচে একটি ইন্টারনেট ক্যাফে এবং ওপরের তলায় একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান ছিল।

বুধবারের এ ঘটনার মাত্র কয়েক দিন আগে চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশে একটি স্কুলের ডরমিটরিতে আগুন লেগে ১৩ শিশু মারা যায়। পরে স্কুলের সাত কর্মীকে অবহেলার দায়ে গ্রেপ্তার করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন