Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৭ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটকে কী দিচ্ছেন মাশরাফি?

admin

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৪ | ১২:৫০ অপরাহ্ণ | আপডেট: ২৫ জানুয়ারি ২০২৪ | ১২:৫০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটকে কী দিচ্ছেন মাশরাফি?

স্টাফ রিপোর্টার:
সিলেট স্ট্রাইকার্সের ফ্র্যাঞ্জাইজি মালিকদের ইচ্ছায় এবার বিপিএল খেলে যাচ্ছেন মাশরাফি মুর্তজা। ফিটনেস নেই, নেই ফর্মেও। মাশরাফির অসাধারণ লিডার, খেলাটা ভালো বোঝেন, তাতে কোন সন্দেহ নেই। কিন্তু অধিনায়ক যদি নিজেই ফর্মে না থাকেন সেসময় নেতৃত্ব দেওয়া সহজ হয়না। যার ফলশ্রুতিতে টেবিলের শেষের দিকে রয়েছে সিলেট। এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে হারের পর মাশরাফিও জানালেন, তার জায়গায় অন্য কেউ খেললে ভালো হতো।

দুই ম্যাচ খেলে স্ট্রাইকারসরা হেরেছে দুই ম্যাচেই।

বাংলাদেশের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল জানান, বড় টুর্নামেন্টে এভাবে খেলা ঠিক নয়, মাশরাফিকে খেলিয়ে টুর্নামেন্টটাকে ছোট করা হচ্ছে।

আশরাফুল বলেন, ‘ক্যাপ্টেন ফ্যান্টাসটিক আমরা মাশরাফির নাম দিয়েছি, অসাধারণ লিডার। সে সবার কথা শোনে, খেলাটা ভালো বোঝে। কিন্তু অধিনায়ক যদি নিজে পারফর্ম করে, নেতৃত্ব দেওয়া সহজ হয়।’

তিনি বলেন, ‘আট মাস ক্রিকেটের বাইরে ছিল, এরপর নির্বাচনের ঝামেলা শেষে একদিনও অনুশীলন করেনি। এর পরও নেমেই প্রথম বলে উইকেট পেয়েছে। মাশরাফি নিজে খেলতে চায়নি। এতে টুর্নামেন্টটাকে ছোট করা হচ্ছে। এ ধরনের টুর্নামেন্ট বিশ্বজুড়ে সবাই দেখছে। তার দলে রেজাউর রহমানে মতো উদীয়মান পেসার রয়েছে। মাশরাফি খেলার জন্য আদর্শ অবস্থায় নেই।’

রংপুরের বিপক্ষে হারার পর মাশরাফি বলেন, ‘আমি মনে করি, খেলার জন্য আদর্শ অবস্থায় নেই।’ সাতবার হাঁটুতে অস্ত্রোপচার করা মাশরাফি আবার সেই একই সমস্যায় ভুগছেন। জানালেন, সমস্যাটা ছোট হলেও ভোগাচ্ছে হাঁটু।

ঢাকা পর্বে দিনের ম্যাচে রান না উঠলেও রাতের ম্যাচে রান হয়েছে বিস্তর। সিলেট পর্বে পরিস্থিতি খানিক ভিন্ন হওয়ার প্রত্যাশা সকলের। সিলেটের স্পোর্টিং উইকেট বিপিএল কতখানি উপভোগ্য করতে পারে, সেটাই এখন প্রত্যাশা। ২৬ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। আর শেষ হবে ৩ ফেব্রুয়ারি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন