Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ১৯শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ইউনূসের মামলা নিয়ে বাংলাদেশকে হেয় করার চক্রান্ত চলছে: আইনমন্ত্রী

admin

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:২৭ অপরাহ্ণ | আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:২৭ অপরাহ্ণ

ফলো করুন-
ইউনূসের মামলা নিয়ে বাংলাদেশকে হেয় করার চক্রান্ত চলছে: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
ইউনূসের মামলা নিয়ে দেশে বিদেশে বাংলাদেশকে হেয় করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। সাংবাদিকদের সামনে আইনমন্ত্রী বলেন, ‘সরকার ড. ইউনূসকে হয়রানি করার জন্য কিছু করছে না। সরকার ড. ইউনূসের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে না। যে মামলা হয়েছে সেটা শ্রমিকরা করেছিল। তারপর শ্রমিকদের অধিকার সুরক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে অধিদপ্তর আছে, সে ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে মামলা করেছে।’

তিনি আরও বলেন, ‘অকাট্য প্রমাণ থাকার পরও বিদেশে ছড়ানো হচ্ছে- তার (ড. ইউনূস) বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো প্রথমে মিথ্যা। বলা হচ্ছে আমরা তাকে হয়রানির জন্য এটা করছি। দুটো কথাই- সরকার ড. ইউনূসকে হয়রানির করার জন্য কিছু করছে না, সরকার ড. ইউনূসের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করছে না।’

আনিসুল হক বলেন, ‘যে মামলা হয়েছে, সেটা শ্রমিকরা করেছিল। এরপর শ্রমিকদের অধিকার সুরক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে অধিদফতর আছে, সেই ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে মামলা করেছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন