স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধারের মিশনে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আসরের শুরুটা ভালো না হলেও পরবর্তী সময়ে দারুণ ছন্দেই রয়েছেন টাইগার যুবারা। তবে এবার তাদের সামনে এক কঠিন পরীক্ষা। চলমান এই টুর্নামেন্টের সেমিফাইনালে যেতে হলে আজ এই পরীক্ষায় পাশ করতেই হবে তাদের।
আজ সুপার সিক্সের নিজেদের দ্বিতীয় ও সবশেষ ম্যাচে পাকিস্তানের যুবাদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে শুধু এই ম্যাচে জয় পেলেই হবে না বাংলাদেশ। জিততে হবে সমীরকণের মাথায় রেখে। সেই লক্ষ্যে আজ বাংলাদেশ সময় দুপুর ২টায় সাহারা পার্ক উইলোমুর ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের যুবাদের বিপক্ষে মাঠে নামবেন বাংলাদেশের যুবারা।
আসরটির সেমিফাইনাল খেলতে হলে এই ম্যাচে যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে, তাহলে সর্বনিম্ন ৫০ রানে জিততে হবে বাংলাদেশ। এছাড়াও যদি বাংলাদেশ এই ম্যাচে পরে ব্যাটিং করে তাহলে এই ম্যাচে ৩৮-৪০ ওভারে মধ্যে জয় নিশ্চিত করতে হবে যুবাদের। আর এমন ম্যাচের আগে এক ভিডিও বার্তায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক মাহফুজুর রহমান বলেন, ‘আমরা ইন্ডিয়া বাদে বাকি সব ম্যাচগুলোতে ভালো ক্রিকেট খেলছি। আমাদের দলের বোঝাপড়া অনেক ভালো। আমরা একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোচ্ছি। আগামীকালকে (আজ) আমাদের যেই ম্যাচ পাকিস্তানের বিপক্ষে আমরা চেষ্টা করব আমাদের প্রক্রিয়াকে স্থির থাকা এবং আমাদের কোচরা যেই পরামর্শ দিচ্ছে, আমরা সেই প্রক্রিয়ার মতো দিয়ে এগোতে চাই। আগামীকালকে (আজ) আমাদের এই ম্যাচে আমরা কম ভুল করতে চাই। বিগত দিনে যেই ছোটখাটো ভুলগুলো হয়েছি, এই ম্যাচে আমরা সেই ভুল গুলো করতে চাই না।’
সেই সঙ্গে আজকের ম্যাচে সমীকরণ নিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক বলেন, ‘অবশ্যই, আমাদের রান রেটের একটা ব্যাপার আছে। আসলে সেটা আমাদের মাথায় নিয়েই খেলতে হবে। সর্বপ্রথম আমাদের এই ম্যাচটা আগে জিততে হবে। আমরা যদি ম্যাচটা জিততে না পারি, তাহলে রান রেট নিয়ে চিন্তা করে আমাদের লাভ নেই।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার