Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

নদীর পাড়ে পড়ে ছিল নবজাতক

admin

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:২০ অপরাহ্ণ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:২০ অপরাহ্ণ

ফলো করুন-
নদীর পাড়ে পড়ে ছিল নবজাতক

আজমিরিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের আজমিরীগঞ্জে নদীর পাড় থেকে এক মেয়ে নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের দক্ষিণপাশে বছিরা নদীর পাড় থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।

 

স্থানীয় সুত্রে জানাগেছে, সোমবার ভোরে কাকাইলছেও ইউনিয়নের রসুলপুর গ্রামের দক্ষিণপাড়ার আলগাহাটির দয়াল মিয়ার মেয়ে আলফিনা বেগম নদী থেকে পানি আনতে যান। এ সময় নদীর পাড়ে বাচ্চার কান্না শুনতে পেয়ে এগিয়ে গিয়ে দেখেন লাল একটি কাপড়ে মোড়ানো একটি মেয়ে নবজাতক পড়ে আছে।

 

বিষয়টি আলফিনা বেগম স্থানীয় ইউপি সদস্য সহ স্থানীয়দের অবগত করেন। তাৎক্ষনিক স্থানীয়রা গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করে গ্রামে নিয়ে আসেন৷

স্থানীয় বাসিন্দা সফিকুর রহমান জানান, ভোর বেলায় ঐ মহিলা নদী থেকে পানি আনতে গিয়ে বাচ্চাটি দেখতে পান।

 

ইউপি সদস্য রফিক মিয়া বলেন, ভোরে পানি আনতে গিয়ে আলফিনা বেগম বাচ্চাটিকে দেখতে পান। বিষয়টি আমাদের জানানোর পর আমরা বাচ্চাটি উদ্ধার করে ঐ মহিলার কাছে রেখেছি। বাচ্চাটি দেখে মনে হচ্ছে গতরাতে ডেলিভারি হয়েছে। ইচ্ছে করে কেউ এভাবে ফেলে রেখে গেছেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ডালিম আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে অবগত নই। খোঁজ নিয়ে দেখছি৷

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন