Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ১৯শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে পুলিশ কর্মকর্তার গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি, সেই যুবককে যা করা হলো

admin

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | ০৫:৪৮ অপরাহ্ণ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪ | ০৫:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে পুলিশ কর্মকর্তার গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি, সেই যুবককে যা করা হলো

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখের সরকারি গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি ও তাঁর গাড়িচালককে শারীরিকভাবে লাঞ্ছিত করা অভিযোগে আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

 

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করে বলেন, ঐ যুবকের বিরুদ্ধে রাতেই মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

আটক যুবকের নাম জিয়া উদ্দিন আহমদ (৩২)। তিনি নগরীর জল্লারপাড় সপ্তদিপা ৩৭ নং বাসার মো. দবির উদ্দিনের ছেলে। জিয়া একটি আইইএলটিএস প্রতিষ্ঠানের শিক্ষক বলে জানা গেছে।

 

এর আগে রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মহানগরের জিন্দাবাজারস্থ রাজা ম্যানশনের সামনে পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখের সরকারি গাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি ও তাঁর গাড়িচালককে শারীরিকভাবে লাঞ্ছিত করা অভিযোগে এক যুবকে আটক করে পুলিশ।

 

ঘটনার বর্ণনা দিয়ে আজবাহার আলী শেখ জানান, ‘ঐ রাতে বই কিনতে আমি রাজা ম্যানশনের দুতলায় গিয়েছিলাম। আমাকে নামিয়ে দিয়ে আমার গাড়িচালক গাড়ি পার্কিংয়ে নিয়ে যেতে লাগলে হঠাৎ করে জিয়া উদ্দিন নামের ওই যুবক আমার গাড়িচালককে অকথ্য ভাষায় গালাগাল দিতে শুরু করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দিবে বলে হুমকি দিতে শুরু করে। এছাড়াও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে পুলিশ এসে তাকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন