জেলা প্রতিনিধি:
ফেনীর ফুলগাজীতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে এক এসএসসি পরীক্ষার্থী। বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার জিএমহাট ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামে অভিযান চালিয়ে ওই ছাত্রীর বিয়ে বন্ধ করে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন।
জানা গেছে, ওই শিক্ষার্থীর বাবা পেশায় একজন সিএনজিচালিত অটোরিকশা চালক। তিনি ফেনী সদরের ধর্মপুর সরকারি আশ্রয়ণে থাকেন। ২০০৭ সালের ১০ মার্চ জন্মগ্রহণকারী মেয়েকে বশিকপুর গ্রামের নিকটবর্তী নানার বাড়িতে রেখে ফুলগাজী সদর ইউনিয়নের বাসুড়া গ্রামের এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। খবর পেয়ে অভিযান পরিচালনা করে বিয়ে বন্ধ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় বাল্যবিয়ের প্রস্তুতির জন্য মেয়ের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ের একটি সূত্র জানায়, ওই ছাত্রীর বাল্যবিবাহের খবর পেয়ে বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। মেয়ের আইনানুগ বিয়ের বয়স না হওয়া পর্যন্ত স্থানীয় ইউপি সদস্য আজিজ উল্লাহ সামুকে এ বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এ সময় ফুলগাজী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নিউটন বড়ুয়াসহ পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার