স্টাফ রিপোর্টার:
সিলেটের ওসমানীনগরের বেতখাইয়ে এলাকার আনোয়ার হোসেন (৪৫) হত্যা মামলার ৮ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) অভিযানের মাধ্যমে তাদেরকে গ্রেফতার কর হয়।
গ্রেফতারকৃতরা হলেন, বেতখাইয়ের শাহীন মিয়া (৩০), সিরাজুল ইসলাম প্রকাশ বাদশা মিয়া (৫০) ও তার স্ত্রী সুলতানা বেগম (৩০), মো. আব্দুল কাদির (৫০), মো. তজমুল আলী (৩৫), জবলু মিয়া (২৭), মো. আব্দুল গনির স্ত্রী আফিয়া বেগম (৫০) ও সুফিয়া বেগম (৪৫)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে ও এজাহার সূত্রে জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি দুপুর পৌনে ২টার দিকে ওসমানীনগর থানাধীন ৮নং উসমানপুর ইউনিয়নের অন্তর্গত বেতখাই সাকিনে নিহত আনোয়ার হোসেনদের সঙ্গে একই বাড়ীর নিকটাত্নীয় আব্দুল কাদিরদের কবরস্থানে যাতায়াতের রাস্তা ব্যবহারের বিষয়কে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে।
এর জেরে পরেরদিন ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে আব্দুল কাদিরের পক্ষ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আনোয়ার হোসেনের পক্ষকে অতর্কিত হামলা চালায়। এতে আনোয়ার হোসেন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পৌঁছালে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন । এতে আহত হন আরও ৮ জন। আহতরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
সংবাদ পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় মামলা রুজুর পর ওসমানীনগর থানা পুলিশের একাধিক চৌকস টিম দিনভর অভিযান পরিচালনা করিয়া এজাহারনামীয় ওই ৮ জন আসামীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানিয়েছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া) মো. সম্রাট তালুকদার।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার