Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে মেয়ে

admin

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ০২:৩৪ অপরাহ্ণ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ | ০২:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষার হলে মেয়ে

স্টাফ রিপোর্টার:
রংপুরের পীরগাছায় বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিচ্ছেন হুমায়রা আক্তার তিন্নি। তিনি উপজেলার রাজবাড়ী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিন্নি দশগাঁও গ্রামের স্থানীয় ওয়ার্ড আ.লীগ নেতা আব্দুল ওহাব রতনের মেয়ে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, ওই পরীক্ষার্থী কেঁদে কেঁদে খাতায় লিখছেন। এ সময় হল পরিদর্শকরা তাকে সান্ত্বনা দিচ্ছেন।

এ ব্যাপারে ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একাডেমিক সুপারভাইজার ফারুকুজ্জামান ডাকুয়া বলেন, বিষয়টি জানার পর ওই শিক্ষার্থীর প্রতি সমবেদনা জানিয়েছি। তাকে সান্ত্বনা দিচ্ছি, যাতে পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয়; সে বিষয়ে খেয়াল রাখছি।

এর আগে ওই পরীক্ষার্থীর বাবা রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন রাত ৩টায় তিনি মারা যান।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!