Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১০ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে ডাকাতি, আটক ১

admin

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:২৫ পূর্বাহ্ণ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ১১:২৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে ডাকাতি, আটক ১

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সিদ্ধেশ্বরী জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পুলিশের ইউনফর্ম পরে চেকপোস্ট বসিয়ে ডাকাতির সময় একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত ডাকাত জহিরুল ইসলাম ওরফে কানা জহির মুন্সীগঞ্জ সদর উপজেলার কালিরচর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে সোয়া ১০টার দিকে টঙ্গিবাড়ী উপজেলার টঙ্গিবাড়ী-হাসাইল সংযোগ সড়কের সিদ্ধেশ্বরী জোড়া ব্রিজ এলাকায় পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে অটোরিকশা থামিয়ে যাত্রীদের দেহ তল্লাশি করেছিল ছদ্মবেশী ৭ ডাকাত। এ সময় প্রকৃত পুলিশ সদস্যরা তাদের টহল গাড়ি ওই স্থানে থামালে ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহয়তায় এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় আরও ৬ ডাকাত সদস্য পালিয়ে যায়।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানা পুলিশের উপ-পরিদর্শক আল মামুন বলেন, রাস্তায় চলাচলরত গাড়ি থামিয়ে পুলিশের পোশাক পরে চেকপোস্ট বসিয়ে ডাকাতি করছিল ৭ ডাকাত সদস্য। পরে পুলিশের টহলরত গাড়ি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে রাস্তায় যাতায়াতকারীদের সহয়তায় এক ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে সক্রিয় ডাকাত দলের সদস্য।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!