Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ১৯শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে তিনদিন লড়ে না ফেরার দেশে সাহেরা

admin

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ০৭:৩২ অপরাহ্ণ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ০৭:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে তিনদিন লড়ে না ফেরার দেশে সাহেরা

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীতে অগ্নিকাণ্ডে আহত নারী তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সাহেরা বেগম (৫০) নামের এই নারী সিলেট সদর উপজেলা খাদিমনগরের বাইশটিলা এলাকার বাসিন্দা। তিনি গৃহকর্মী হিসেবে এই টাওয়ারের কাজ করতেন।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।

জানা গেছে, গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা পাঁচটার দিকে নগরীর পাঠানটুলা সানরাইজ টাওয়ারের পাঁচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় ঐ নারী দগ্ধ হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার সময় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

আগুনের সুত্রপাত নিয়ে প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস স্টেশন জানায়, গ্যাস থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। পরে মুর্হুতেই ছড়িয়ে পড়ে আগুন। এসময় পুরো এলাকার বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট কাজ করে। প্রায় ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনেন তারা।

এই সংবাদটি পড়া হয়েছে : 995 বার

শেয়ার করুন