Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট নগরের ফুটপাত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

admin

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০১:১৫ অপরাহ্ণ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০১:১৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট নগরের ফুটপাত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের দরগাহ মহল্লায় ফুটপাত থেকে অজ্ঞাত (আনুমানিক ৬০) এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, ওই নারী মানসিক ভারসাম্যহীন। গত কয়েকদিন থেকে তিনি ওই এলাকায় ঘুরোঘুরি করতেন এবং ফুটপাতে রাত যাপন করতেন। আজ সন্ধ্যার পর তার নিথর দেহ ফুটপাতে পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

জানা গেছে, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- এটি স্বাভাবিক মৃত্যু। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

সিলেট কেতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দিন সিপন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!