Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটের চার পুলিশ সদস্যদের পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৪ | ০৪:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের চার পুলিশ সদস্যদের পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
বাহিনীতে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ সিলেটের চার পুলিশ সদস্যদের রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা) পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাহসিকতাপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ তিন পুলিশ কর্মকর্তা রাষ্ট্রপতি পুলিশ পদকে (পিপিএম-সেবা) মনোনীত করা হয়েছে। মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা, শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য তাদের পিপিএম-সেবা পদকে ভূষিত হন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) পুলিশ সপ্তাহ-২০২৪ এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের পদক পরিয়ে দেন।

সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন ছাড়াও সাহসিকতাপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে সিলেট জেলার গোয়াইনঘাট থানার বর্তমান অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, সাবেক অফিসার ইনচার্জ কে এম নজরুল এবং পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ ইন্সপেক্টর রুবেল হাওলাদারকেও রাষ্ট্রপতি পদকে পরিয়ে দেন প্রধানমন্ত্রী।

এই সংবাদটি পড়া হয়েছে : 993 বার

শেয়ার করুন