Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সারা দেশে তৃতীয় সিলেট জেলা পুলিশ

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০৫:৫৫ অপরাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৪ | ০৫:৫৫ অপরাহ্ণ

ফলো করুন-
সারা দেশে তৃতীয় সিলেট জেলা পুলিশ

স্টাফ রিপোর্টার:
‘স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ শান্তি প্রগতির বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠেয় পুলিশ সপ্তাহ ২০২৪ উপলক্ষে ২০২৩ সালের অপরাধ নিয়ন্ত্রণে সার্বিক কার্যক্রম মূল্যায়ণের ভিত্তিতে সারাদেশে মোট পাঁচটি গ্রুপে পুরস্কার দেয়া হয়।

চলতি পুলিশ সপ্তাহে উক্ত বিভাগে “ক” গ্রপে সিলেট জেলা পুলিশ তৃতীয় স্থান অধিকার করেছে। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেলের নিকট হতে পুরস্কার গ্রহণ করেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

চলতি পুলিশ সপ্তাহে সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পিপিএম- সেবা পদকে ভূষিত হন।

এছাড়া সিলেট জেলার গোয়াইনঘাট থানার বর্তমান অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, সাবেক অফিসার ইনচার্জ কে এম নজরুল, পুলিশ কন্ট্রোল রুমের ইনচার্জ ইন্সপেক্টর রুবেল হাওলাদার রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ রাশেদুল হক আইজিপি ব্যাজ প্রাপ্ত হন। বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল তাকে ব্যাজ পরিয়ে দেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!