Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাইক্রোবাসচাপায় সিসিকের নারী কর্মকর্তার মৃত্যু

admin

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:১৩ অপরাহ্ণ | আপডেট: ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ০৬:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
মাইক্রোবাসচাপায় সিসিকের নারী কর্মকর্তার মৃত্যু

স্টাফ রিপোর্টার:
একটি মাইক্রোবাসের চাপায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনা শাখার কর্মকর্তা পপি রানী তালুকদার (২৯) মারা গেছেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সিলেট-তামাবিল সড়কের খাদিম এলাকায় তাঁকে জাফলংগামী একটি মাইক্রোবাস চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন সিসিকের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিক সাজলু লস্কর।

নিহত পপি রানী তালুকদার (২৯) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ থানার বল্লবপুর গ্রামের পাবেল সরকারের স্ত্রী। তিনি স্বামীর সঙ্গে সিলেট সদর উপজেলা পরিষদের কোয়ার্টার-২ এ থাকতেন। তার দুটি শিশুসন্তান রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পপি রানী বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নগরভবনে আসার জন্য বাসা থেকে বের হন। এসময় রাস্তা পার হতে গেলে বেপরোয়া গতির একটি পর্যটকবাহী মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘাতক মাইক্রোবাসচালককে খুঁজছে পুলিশ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!