Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ২৬শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ১১ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আধুনিক সেনাবাহিনী গড়তে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ০২ মার্চ ২০২৪ | ০১:০৬ অপরাহ্ণ | আপডেট: ০২ মার্চ ২০২৪ | ০১:০৬ অপরাহ্ণ

ফলো করুন-
আধুনিক সেনাবাহিনী গড়তে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন হচ্ছে : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
দেশে আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের তৃতীয় কোর পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

শনিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজশাহী সেনানিবাসে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। এর আগে রাজশাহীর উদ্দেশে সকাল সাড়ে ৯টায় ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, দেশের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী যোগ্য হয়ে উঠুক, সেটিই আওয়ামী লীগ সরকারের লক্ষ্য।

তিনি বলেন, জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের নিজেদের অভিজ্ঞতা অধস্তন কর্মকর্তাদের সঙ্গে বিনিময়ের মাধ্যমে দক্ষতা আরও বাড়ান।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন