Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৭ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

একই কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন ৩ নারী জনপ্রতিনিধি

admin

প্রকাশ: ০৩ মার্চ ২০২৪ | ১১:৫৭ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ মার্চ ২০২৪ | ১১:৫৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
একই কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছেন ৩ নারী জনপ্রতিনিধি

নাটোর প্রতিনিধি:
নাটোরেরে বাগাতিপাড়ায় চলতি এসএসসি পরীক্ষায় একই কেন্দ্র থেকে অংশ নিয়েছেন সাবেক-বর্তমান তিন নারী জনপ্রতিনিধি। তারা তিনজনই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ওই পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব সামসুন্নাহার।

জানা গেছে, পরীক্ষায় অংশ নেওয়া মুর্শিদা বেগম বাগাতিপাড়া পৌরসভার ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং শিলা খাতুন পাঁকা ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের বর্তমান সংরক্ষিত মহিলা সদস্য। আরেক নারী জনপ্রতিনিধি শাহানাজ বেগম একই ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।

বাগাতিপাড়া পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর জানান মুর্শিদা বেগম জানান, অল্প বয়সে পরিবার থেকে তাকে বিয়ে দিয়ে দেয়। সে সময় বিয়ে দেওয়ার কারণে তিনি শিক্ষা থেকে বঞ্চিত হয়েছেন। তবে পড়াশোনার প্রতি ব্যাপক টান ছিল তার। শেষ পর্যন্ত স্বামীর অনুপ্রেরণায় তিনি আবার লেখাপড়া শুরু করেছেন।

পাঁকা ইউনিয়ন পরিষদের বর্তমান সংরক্ষিত মহিলা সদস্য শিলা খাতুন বলেন, সত্যি কথা বলতে শিক্ষার কোনো বয়স নেই। আমার ছেলে-মেয়েরা সবাই শিক্ষিত। আমি মনে করি একজন জনপ্রতিনিধি হিসেবে আমারও শিক্ষিত হওয়াটা জরুরি। কেননা আমরা জনগণের প্রতিনিধিত্ব করি। তাই সবকিছু চিন্তা করে পুনরায় লেখাপড়ার সিদ্ধান্ত নিয়েছি। আশা করছি ভালো ফলাফল করব।

বাগাতিপাড়া টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং ওই পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব সামসুন্নাহার বলেন, সরকার সবাইকে লেখাপড়ায় উৎসাহ দিয়েছেন। এই বয়সে তাদের লেখাপড়ার এমন আগ্রহ অন্যদের ও অনুপ্রেরণা যোগাবে। জনপ্রতিনিধি হওয়ার সুবাদে তারা লেখাপড়ার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি অনুভব করতে পেরেছেন। তাদের ইচ্ছা শক্তিকে সাধুবাদ জানাই।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন