Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটের বিশ্বনাথ ও জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

admin

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪ | ০৪:৩৬ অপরাহ্ণ | আপডেট: ০৬ মার্চ ২০২৪ | ০৪:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের বিশ্বনাথ ও জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী

জৈন্তাপুর প্রতিনিধি:
প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যদি আমরা চিকিৎসাব্যবস্থা ভালোভাবে পৌঁছে দিতে পারি তাহলে কিন্তু মেডিকেল কলেজগুলোতে ভীড় হবে না। দেশের মেডিকেল কলেজগুলোতে শুধু সেবা দেয়া হয় না সেখানে শিক্ষা ও গবেষণা করতে হয়, আমাদের সেই পরিবেশ তৈরি করে দিতে হবে।। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে গুরুত্ব দিতে হবে, সেবার মান বাড়াতে হবে।

বুধবার (০৬ মার্চ) দুপুরে সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

মন্ত্রী বলেন, সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা খুব একটি ভালো না। জনবল সংকট রয়েছে। ভবন সংস্কার প্রয়োজন। এছাড়া সেখানে ডাক্তারদের উপস্থিতি কম থাকায় তাদেরকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া সেখানে একজন পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে না পাওয়ায় তাকে সাসপেন্ড করা হয়েছে। তবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা আশানুরূপ ভালো।

মন্ত্রী আরো বলেন, সিলেট আমরা জন্মভূমি। আর বিশ্বনাথে আমরা বাবা-মার বাড়ি। এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।

স্বাস্থ্য কমপ্লেক্স দুটি পরিদর্শনকালে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ও বিভিন্ন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন