Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৮ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আগেই দাম বাড়িয়ে নিয়ে এখন স্থিতিশীল ছোলা-ডালের বাজার!

admin

প্রকাশ: ১১ মার্চ ২০২৪ | ০৪:৪৯ অপরাহ্ণ | আপডেট: ১১ মার্চ ২০২৪ | ০৪:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
আগেই দাম বাড়িয়ে নিয়ে এখন স্থিতিশীল ছোলা-ডালের বাজার!

স্টাফ রিপোর্টার:
পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বাজারে বেশিরভাগ পণ্যের দাম বেড়েছে। তবে এসবের মধ্যে তেমন দাম বাড়েনি ডালের বাজারে। বলা চলে, ডালের বাজার স্থিতিশীল। মসুর, মুগ, খেসারি, ছোলা ও মাসকলাই ডালের বেশিরভাগেরই দাম গত মাসের মতোই। শুধু ২টি ডালে ৫ টাকা করে বেড়েছে বলে বাজার ঘুরে জানা গেছে।

অন্যদিকে ক্রেতারা বিরক্তির সুরে জানিয়েছেন, ডালের বাজার আগে থেকেই চড়া। এখন শুধু বাজার স্থির আছে বলে ব্যবসায়ীরা আমাদের কাছে দাবি করছে। কিনতে তো হয় আমাদের, আমরাই বুঝি বিষয়টা।

পাইকারি বাজারে ডালের দাম কিছুটা স্থির থাকলেও কারওয়ান বাজার থেকে দেড় কিলোমিটার দূরে মুদি দোকানিরা ডাল ভেদে কেজিতে ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম বেশি রাখছেন, এমনটাও দেখা গেছে।

রোববার (১০ মার্চ) বিকেলে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, পাইকারি বাজারে মসুর ডাল (উন্নত) ১৩০-১৩৫ টাকা, মসুর ডাল (মোটা) ১১০ টাকা, মুগ ডাল (সরু-উন্নত) ১৬৫ টাকা, খেসারি ডাল ১১০-১২০ টাকা, ছোলা ১১০-১১৫ টাকা এবং মাসকলাই ডাল ১৫০-১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আর কারওয়ান বাজার থেকে দেড় কিলোমিটার দূরে মগবাজারের মুদি দোকানগুলোতে মসুর ডাল (উন্নত) ১৬০ টাকা, মসুর ডাল (মোট) ১৩০ টাকা, মুগ ডাল (সরু-উন্নত) ১৮০ টাকা, খেসারির ডাল ১৩০ টাকা, ছোলা ১১০-১২০ টাকা এবং মাসকলাই ডাল ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে কৃষি বিপণন অধিদপ্তরের ১০ মার্চ মহানগরীর বাজার তালিকায় পাইকারি বাজারে মসুর ডাল (উন্নত) ১৩০ টাকা, মসুর ডাল (মোট) ১০৫ টাকা, মুগ ডাল (সরু-উন্নত) ১৭০ টাকা ও ছোলা ১০৪ টাকা কেজি দরে বিক্রি করার কথা জানানো হয়েছে।

দুই মাস আগে এ বছরের গত ৯ জানুয়ারি দেখা গেছে, মুসুর ডাল (উন্নত) ১৩০ টাকা, মুসুর ডাল (মোট) ১০৪ টাকা, মুগ ডাল (সরু-উন্নত) ১৫৯ টাকা এবং ছোলা ১০২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

আজ থেকে এক বছর আগে ২০২৩ সালের ৯ মার্চের বাজারদরে দেখা গেছে, সে সময় মসুর ডাল (উন্নত) ১৪০ টাকা, মসুর ডাল (মোট) ১০০ টাকা, মুগ ডাল (সরু-উন্নত) ১২১ টাকা এবং ছোলা ৯২ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

এসবের হিসেবে দেখা গেছে, এক বছরে মসুর ডালে (উন্নত) ১০ টাকা কমেছে কেজিতে। বেড়েছে মসুর ডালে (মোট) ১০ টাকা, মুগ ডালে (সরু-উন্নত) ৪৪ টাকা এবং ছোলায় ২৩ টাকা।

কারওয়ান বাজারের একটি পাইকারি দোকান থেকে বেশ বিরক্তি নিয়ে ডাল কিনছিলেন রেদওয়ার ইসলাম রুবেল। বাজারে ডালের দাম বেশি কিনা জানতে চাওয়াতে তিনি বলেন, ডালের বাজার তো আরো আগে থেকেই চড়া। রমজান মাস হওয়াতে দুই কেজি ছোলা কিনলাম ১১৫ টাকা করে। আগের বছর তো এটি ১০০ টাকার নিচে ছিল। বছর বছর শুধু দাম বাড়েই। এসব নিয়ে বলার আর কিছু নেই। মুখ বুঝে সহ্য করতে হয়। কিনতে তো হয় আমাদের, আমরাই বুঝি বিষয়টা।

আরেক ক্রেতা তৌহিদুল ইসলাম বলেন, মহল্লার দোকানগুলো থেকে এখানে অনেকটা কমে পাইকারি দামে ডাল কেনা যায়। সেটাও ১৫ থেকে ২০ টাকা কমে। তবে বাজারে ডালের দাম আগে থেকেই বেশি।

কারওয়ান বাজারের কিচেন মার্কেটের দোতলায় একটি দোকানের বিক্রেতা নজরুল ইসলাম বলেন, গত মাসের তুলনায় খেসারির ডালে ৫ টাকা ও মুগ ডালে ৫ টাকা বেড়েছে। এটা তো আর আমরা বাড়াতে বা কমাতে পারি না। আমাদের যখন যে দামে কিনতে হয়, তার ওপর সীমিত লাভে বিক্রি করি। মাল না থাকলে ৫/১০ টাকার হেরফের হয়।

তবে দোতলার চেয়ে নিচ তলায় ক্রেতাদের বেশি ভিড় দেখা গেছে। তাদের দামের তুলনায় দোতলার ব্যবসায়ীদের দামের ৫/১০ টাকা কম বেশি আছে, এমনটাই দেখা গেছে। তবে তারা কেউ কথা বলতে আগ্রহ হননি।

ডালের দামের বিষয়ে বাংলাদেশ পাইকারি ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি শফি মাহমুদ বলেছেন, আমাদের এখন ডাল কিনতেই বেশি টাকা লাগে। আমরা তারপরও যতটুকু সম্ভব কমে বাজারে বিক্রি করি। সব জিনিসের দাম বাড়তি। আজকের বাজারে মসুরি ডাল ১৩০ টাকা, ছোলার দাম ১১০ টাকা, খেসারির ডাল ১১০ টাকা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন