Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ৯ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক

admin

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪ | ০২:২৪ অপরাহ্ণ | আপডেট: ১৩ মার্চ ২০২৪ | ০২:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন, প্রেমিক পলাতক

স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের বীরগাও কান্দাপাড়া গ্রামে প্রেমিক শাকিল মিয়ার বাড়িতে বিয়ের দাবিতে অনশন করছেন এক নারী।

তার অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকার ধর্ষণ করে শাকিল মিয়া (২২)। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী। তবে, পলাতক থাকায় অভিযুক্তকে আটক করতে পারেনি পুলিশ।

জানা গেছে, বকশীগঞ্জ উপজেলার বীরগাও কান্দাপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে শাকিল মিয়ার সঙ্গে ভুক্তভোগীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় শাকিল। এক পর্যায়ে বিয়ে করতে চাপ দিলে শাকিল বিয়ে করতে অস্বীকার করে। এ নিয়ে একাধিকার গ্রাম্য সালিস বসে। ঘটনা প্রমাণিত হওয়ায় সালিশে উপস্থিত মাতব্বরগণ শাকিল মিয়াকে বিয়ে করতে নির্দেশ দেন। সালিসের পর থেকেই অভিযুক্ত শাকিল সপরিবারে পলাতক।

বকশীগঞ্জ থানায় শাকিল মিয়াকে একমাত্র আসামি করে থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী নারী। পলাতক থাকায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি। তাই উপায় না পেয়ে বিয়ের দাবিতে শাকিলের বাড়িতে এক সপ্তাহ ধরে অনশন করছেন তিনি।

বাট্টাজোড় ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি একাধিকার বিষয়টি সমাধানের জন্য চেষ্টা করেছি। কিন্তু শাকিল মিয়ার পরিবারের লোকজন রাজি না হওয়ায় বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি।

বকশীগঞ্জ থানার ওসি তারেক মাসুদ জানান, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলমান রয়েছে। ধর্ষক শাকিল মিয়ার সন্ধান পেলেই পুলিশ তাকে গ্রেপ্তার করবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!