Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশকে হারিয়ে যা বললেন লঙ্কান কোচ

admin

প্রকাশ: ১৬ মার্চ ২০২৪ | ১১:৩৫ পূর্বাহ্ণ | আপডেট: ১৬ মার্চ ২০২৪ | ১১:৩৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশকে হারিয়ে যা বললেন লঙ্কান কোচ

ক্রীড়া প্রতিবেদক:
প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। সেই জয়ের ধারা অব্যাহত রাখতে পারলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করতে পারতো টাইগাররা। তবে তা হয়নি। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৩ উইকেটের হারিয়ে সিরিজে সমতা ফিরিয়েছে শ্রীলঙ্কা।

গতকালের এই জয়ে ব্যাট হাতে বড় অবদান রেখেছেন লঙ্কান দুই ব্যাটার পাথুম নিশাঙ্কা এবং চারিথ আসালাঙ্কা। তাছাড়া শেষ দিকে ভানিন্দু হাসারাঙ্গাও পরিস্থিতির দাবি মিটিয়ে ব্যাটিং করেছেন। যে কারণে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লঙ্কানদের ব্যাটিং কোচ থিলিনা কান্দাম্বে প্রশংসায় ভাসিয়েছেন তাদের।

থিলিনা বলছিলেন, ‘আসলে এই দুই ব্যাটার (আসালাঙ্কা এবং নিশাঙ্কা) গত কয়েক মাস ধরে রান করে যাচ্ছে। তারা ধারাবাহিকভাবে রান করছে। বিশেষ করে নিশাঙ্কা আফগানিস্তানের সাথে ডাবল সেঞ্চুরি করেছে। পরে আরেকটি সেঞ্চুরি করেছে। আজকে আরও একটি করল। সে বেশ ধারাবাহিক। সময়ের সাথে সাথে দারুণ পরিপক্ক একজন ক্রিকেটার হয়ে উঠছে।’

ব্যাটিং কোচ আরও বলেন, ‘এখানে কন্ডিশন এবং পরিস্থিতি বুঝে খেলতে হয়েছে। সাধারণত এই দুজন বেশ শান্ত ব্যাটার। তারা অনেক তথ্য বের করেছে বাইরে থেকে। তারা দুজন দারুণ বন্ধু। সবসময় একসাথে থাকে। তারা জানে নিজেদের সামর্থ্য সম্পর্কে। এটাই গুরুত্বপূর্ণ ব্যাপার।’

২০২৭ বিশ্বকাপের জন্য এই দল নিয়েই পরিকল্পনা কিনা এমন প্রশ্নের জবাবে থিলিনা জানান, ‘আসলে এখনই কিছু বলা যাচ্ছে না। কারণ আরও ৩ বছর আছে পরের ওয়ানডে বিশ্বকাপের। আমি নিশ্চিত নির্বাচকদের প্ল্যান রয়েছে। যদি প্ল্যানিং ঠিকঠাক থাকে তাহলে পরের বিশ্বকাপে দেখা যাবে অন্তত ৪-৫ জন থাকবে যারা ১০০ ওয়ানডে খেলেছে। সর্বশেষ বিশ্বকাপে এটি হয়নি। আমাদের অভিজ্ঞ ক্রিকেটার দরকার। এরা আরও ভালো করবে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন