কুলাউড়া প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শিকড়িয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি কিশোর পারভেজ হোসেন সাদ্দামের (১৫) মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ। সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার চাতলাপুর চেকপোস্ট দিয়ে ভারতের ত্রিপুরা পুলিশ কুলাউড়া থানাপুলিশের কাছে সাদ্দামের মরদেহ হস্তান্তর করে।
মরদেহ হস্তান্তরকালে উপস্থিত ছিলেন বিএসএফের সহকারী কমান্ডেন্ট অমিত চন্দ্র, ত্রিপুরা পুলিশের এসডিপিও জয়ন্ত কর্মকার, কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু, বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মান্নান প্রমুখ।
জানা গেছে, গত ১৭ মার্চ দুপুর ২টার দিকে সাদ্দাম ও ছিদ্দিক শিকড়িয়া সীমান্ত এলাকায় যায়। এ সময় বিএসএফের সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়। এতে দুজনই আহত হয় এবং গুলিবিদ্ধ সাদ্দামকে তারা ধরে নিয়ে যায়। পরে বিএসএফের সদস্যরা গুলিবিদ্ধ সাদ্দামকে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ছিদ্দিক সিলেটে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু জানান, সাদ্দামের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার