Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে স্বাধীনতা দিবস উদযাপন

admin

প্রকাশ: ২৬ মার্চ ২০২৪ | ০১:৫২ অপরাহ্ণ | আপডেট: ২৬ মার্চ ২০২৪ | ০১:৫২ অপরাহ্ণ

ফলো করুন-
গোয়াইনঘাটে স্বাধীনতা দিবস উদযাপন

গোয়াইনঘাট প্রতিনিধি:
১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন স্বাধীনতার ডাক, দিয়েছিলেন সর্বশক্তি দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করার নির্দেশ।

জানিয়েছিলেন চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

রাষ্ট্রীয় অনুষ্ঠানের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি উদ্‌যাপন করবে।

৫৪তম মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গোয়াইনঘাট কেন্দ্রীয় সৃতিশোধে পুষ্পস্তবক অর্পণ করেন গোয়াইনঘাট উপজেলা প্রশাসন, গোয়াইনঘাট উপজেলা পরিষদ,গোয়াইনঘাট থানা পুলিশ, গোয়াইনঘাট মুক্তি যোদ্ধা সংসদ, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ, গোয়াইনঘাট প্রেসক্লাব,অফিসার্স ক্লাব, প্রাইমারী স্কুল শিক্ষক সমিতি, ইমরান আহমদ বালিকা বিদ্যালয় ও কলেজ, বিয়াম ল্যাবরেটরি স্কুল, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন