Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ৯ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যুতের তার ছিঁড়ে ঘরে, শেষ প্রদীপও নিভে গেল দরিদ্র ফয়জুরের

admin

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪ | ০১:১১ অপরাহ্ণ | আপডেট: ২৭ মার্চ ২০২৪ | ০১:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
বিদ্যুতের তার ছিঁড়ে ঘরে, শেষ প্রদীপও নিভে গেল দরিদ্র ফয়জুরের

জুড়ী প্রতিনিধি:
মৌলভীবাজারের জুড়ীতে বিদ্যুৎ থেকে সৃষ্ট অগ্নিকান্ডে আহত শিশু সোনিয়া বেগম (১০) মঙ্গলবার রাত ৪ টায় ঢাকায় শেখ হাসিনা বার্ণ ইউনিটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনিয়ার মামা আব্দুল আজিজ।

মঙ্গলবার ভোর ৫ টায় জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে সোনিয়ার বাবা ফয়জুর রহমান আবরা (বাক প্রতিবন্দী) (৫০), মা শিরি বেগম (৪৫), বোন ছামিয়া বেগম (১৫), সাবিনা বেগম (১৩) ও একমাত্র ভাই সায়েম উদ্দিন (৭) মারা যান।

গুরুতর আহতাবস্থায় সোনিয়া বেগমকে (১০) উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ে। উন্নত চিকিৎসার জন্য রাতে তাকে ঢাকায় নিয়ে গেলে সেখানে সে মারা যায়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন