Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মধ্যনগরে ৭০০ কেজি ভারতীয় চিনি জব্দ, আটক ২

admin

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৪ | ০৫:১৩ অপরাহ্ণ | আপডেট: ০১ এপ্রিল ২০২৪ | ০৫:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
মধ্যনগরে ৭০০ কেজি ভারতীয় চিনি জব্দ, আটক ২

মধ্যনগর সংবাদদাতা:
সুনামগঞ্জের মধ্যনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০০ কেজি আমদানী নিষিদ্ধ ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। রবিবার (৩১ই মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কালাগড় উত্তরপাড়া গ্রামের সন্মুখে মহিষখলা-কলমাকান্দা রোডে এ চিনির চালান ও চিনি পরিবহনে ব্যবহৃত ০২টি ব্যাটারী চালিত অটোরিক্সা জব্দ করা হয়।

এ সময় ঘটনাস্থল থেকে উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের নবাবপুর গ্রামের মো. নুরুল হোসেন ছেলে মো. ইমরান হোসেন(২১) ও পাশর্^বর্তী নেত্রকোণা জেলার দূর্গাপুর থানার চারকুরিয়াডহর গ্রামের মো. জামাল হোসেন ছেলে মো. নাছিম উদ্দিন (২৪) কে আটক করে থানা পুলিশ।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানা পুলিশের একটি চৌকশ টিম বিশেষ অভিযান চালিয়ে বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের কালাগড় উত্তরপাড়া গ্রামের সন্মুখে মহিষখলা-কলমাকান্দা রোডে থেকে এ চিনির চালান জব্দ করেছে। এসময় মধ্যনগর থানা পুলিশ দুইজন চোরাকারবারিকে আটক করেছে। আটককৃত চোরাকারবারির বিরুদ্ধে চোরাচালান মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন