স্পোর্টস ডেস্ক:
উইকেটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রানের বন্যা বইছে। রেকর্ড গড়ে নিজেদের রেকর্ডই ভেঙেছে সানরাইজার্স হায়দরাবাদ। বাকিরাও পাচ্ছে রান। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন হবে কিনা? এই প্রশ্নে ওয়ার্নার জানান ভিন্নকথা। উইকেটের পার্থক্য বুঝালেন তিনি।
আগামী জুন মাসে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আয়োজন করছে এবারের আসর। দেশগুলোর মাঠ আইপিএলের মতো হবে না বলে মনে করেন ওয়ার্নার। তিনি জানান, মন্থর হবে বিশ্বকাপের উইকেট।
অজি ওপেনার বলেন, ‘মন্থর ও টার্নিং থাকবে (উইকেট)। উইকেট নিচু বাউন্সের ও মন্থর হবে। আমরা যখন ২০১০ সালে বিশ্বকাপ খেললাম, তখনো উইকেট বড় রানের ছিল না। বিশ্বকাপে ভালো করতে অ্যাঙ্কর করা ব্যাটারের দরকার। যেমন মাইক হাসি আমাদের জন্য এই কাজটা করে দিয়েছিল।
আইপিএলে বড় রান হওয়ার পেছনে উইকেটের সঙ্গে বাউন্ডারির ভূমিকাও দেখছেন এই বাঁহাতি ওপেনার। এ ব্যাপারে তিনি বলেন, ‘এখানে উইকেট খুব ভালো, ফ্ল্যাট, ভীষণ শক্ত ও বড় রানের। আর আপনি যখন ছোট বাউন্ডারি দেখবেন, অনেক বড় রানের ম্যাচ হবে।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার