স্টাফ রিপোর্টার:
সিলেটে আশঙ্কাজনকহারে বেড়েছে সড়ক দুর্ঘটনা। কোনো কোনো দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ থেকে ৫ জন পর্যন্ত মারা যাচ্ছেন। বুধবার দিবাগত (১ মে) রাত সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার হরিতলা বাদশা গেটের সামনে ট্রাকচাপায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হন। এর মধ্যে একজন নারী।
এদিকে, নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে- চলমান বছরের প্রথম ৩ মাসের চেয়ে চতুর্থ মাস অর্থাৎ- এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। এ মাসে বিভাগের মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘঠিত হয়েছে মৌলভীবাজার জেলায়।
এপ্রিল মাসে সিলেট বিভাগে ৩৭টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন।
নিসচা’র প্রতিবেদনে প্রকাশ করা হয়- এপ্রিল মাসে সিলেট বিভাগে ৩৭টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় সবচেয়ে বেশি ১৮টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪৫ জন আহত হয়েছেন। এসব দুর্ঘটনার মধ্যে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কেই ৫টি দুর্ঘটনায় ৭জন নিহত হয়েছেন।
সুনামগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।
নিসচা’র প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়- এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৮ জন মোটরসাইকেলচালক ও আরোহী, ১৪ জন সিএনজিচালিত অটোরিকশা ও লেগুনাচালক এবং যাত্রী ও ৬ জন পথচারী।
এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৪টি দুর্ঘটনায় ৪ জন, মুখোমুখি সংঘর্ষে ১৫টি দুর্ঘটনায় ২৩ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় ২ জন নিহত হয়েছেন।
এছাড়া এপ্রিল মাসে নিহত ৪৪ জনের মধ্যে ৩৫ জন পুরুষ, ৬ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এর আগের (মার্চ) মাসে সিলেট বিভাগে ৩৬টি দুর্ঘটনায় ৪২ জন নিহত ও ৯৮ জন আহত হয়েছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার