Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে নারী ভোটারদের দীর্ঘ সারি

admin

প্রকাশ: ০৮ মে ২০২৪ | ০৩:৩৮ অপরাহ্ণ | আপডেট: ০৮ মে ২০২৪ | ০৩:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে নারী ভোটারদের দীর্ঘ সারি

স্টাফ রিপোর্টার:
সকাল ৮টা থেকে সারা দেশের ১৩৯টি উপজেলায় শুরু হয়েছে ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে সিলেটের চার উপজেলা। সকাল থেকে কিছু কিছু জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে। তবে প্রতিকূল আবহাওয়াতেও বেশ কয়েকটি কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। বিশেষ করে নারী ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। সিলেটের ৪টি উপজেলা হচ্ছে- সিলেট জেলার সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ।

ভোট গ্রহণ চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। বেলা ১টার দিকে সিলেট সদর উপজেলার গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। এছাড়া দক্ষিণ সুরমা ও গোলাপগঞ্জ উপজেলার কিছু কেন্দ্রের বুথগুলোতে সকালেই ছিলো ভোটারদের ভিড়।

কয়েকটি ভোটকেন্দ্রে এসেছেন শতবর্ষী নারীরাও। তারা কেউ এসেছেন লাটিতে ভর করে, কেউ বা পুত্রবধূর হাত ধরে।

গোলাপগঞ্জ উপজেলার সদর উপজেলার খলাগ্রামর শেরপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে সিলেটভিউ’র প্রধান ফটো সাংবাদিক মো. শাহীন আহমদ জানান, ১০৫ বছর বয়েসি বৃদ্ধা আফতারুন বেগম সকাল ৯টার দিকে ভোট দিয়েছেন এ কেন্দ্রে। পরে তিনি সাংবাদিকদের কাছে নিজের আনন্দঘন অনুভূতি ব্যক্ত করে বলেন- আল্লাহ দরবারে শুকরিয়া তিনি যে ভোট দিতে পেরেছেন। তাঁর ছেলে ও মেয়ে ৭ জন।

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ এটি। ৪ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য মঙ্গলবার (৭ মে) সন্ধ্যার মধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেন নির্বাচন কমিশনের দায়িত্বরতরা। মঙ্গলবার বেলা ১১টা ভোট কেন্দ্রগুলোতে ইভিএম, ব্যালট পেপার ও বাক্সসহ নির্বাচনি সরঞ্জামাদি পাঠানো শুরু হয়। সন্ধ্যার মধ্যে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে পৌঁছে যায় এসব সরঞ্জাম।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন