স্টাফ রিপোর্টার:
সিলেটের ৪ উপজেলায় ৪ ঘণ্টায় ১৮ শতাংশেরও কিছু বেশি ভোট পড়েছে বলে জানা গেছে। আজ বুধবার (৮ মে) সিলেট বিভাগের ১১টি উপজেলায় আজ ভোট অনুষ্ঠিত হচ্ছে। আর জেলায় হচ্ছে ৪টি উপজেলায়। সেগুলো হলো সিলেট জেলার সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ।
ভোট গ্রহণ শুরু হয়েছে বুধবার সকাল ৮টায়। চলবে টানা বিকাল ৪টা পর্যন্ত। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ এটি। ৪ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এ রিপোর্ট লেখা (বেলা ২টা) পর্যন্ত ৪ উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই অনেক কেন্দ্রে ভোটার ছিলো বেশি। আবার কোনো কোনো কেন্দ্র ছিলো ভোটারশূন্য।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বেলা ২টার দিকে বলেন- দুপুর ১২টা পর্যন্ত সিলেটের ৪ উপজেলায় গড়ে ভোট পড়েছে ১৮ শতাংশের একটু বেশি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার