Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৭ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ২রা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কমছে না সিসিকের হোল্ডিং ট্যাক্সের হার!

admin

প্রকাশ: ১২ মে ২০২৪ | ০৩:৪৪ অপরাহ্ণ | আপডেট: ১২ মে ২০২৪ | ০৩:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
কমছে না সিসিকের হোল্ডিং ট্যাক্সের হার!

স্টাফ রিপোর্টার:
সিলেট সিটি করপোরেশনের পুরাতন ২৭টি ওয়ার্ডে সম্প্রতি আরোপিত হোল্ডিং ট্যাক্সের হার কমছে না। তবে লিখিত আপত্তি জানালে সেটি যাচাই করবে সিসিকের গঠিত রিভিউ বোর্ড।

রবিবার (১২ মে) দুপুরে সিসিকে সাধারণ সভা শেষে নগরভবনের সভা কক্ষে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

মেয়র বলেন, পুরাতন ২৭টি ওয়ার্ডের জন্য ২৭টি রিভিউ বোর্ড করা হয়েছে। এই ওয়ার্ডগুলোতে হোল্ডিং ট্যাক্সের কার্যক্রম চলমান থাকবে। রিভিউ বোর্ডে একজন ইঞ্জিনিয়ার ও একজন এডভোকেট থাকবেন। সেই রিভিউ বোর্ডকে আমি নিজে মনিটরিং করবো। মহানগরবাসী যাতে হোল্ডিং ট্যাক্স নিয়ে কোনো সমস্যায় না পড়ে সেদিকে নজর দেওয়া হচ্ছে। আমরা সহনীয় পর্যায়ে ট্যাক্স নিয়ে আসবো।

মেয়র আরও বলেন, হোল্ডিং ট্যাক্স একশো গুণ বেড়ে গেছে সেটি যুক্তিসঙ্গত নয়। আগে অনেকেই বিভিন্ন তৎবিরের মাধ্যমে ট্যাক্স কমিয়েছেন। এখন সঠিন ট্যাক্স নির্ধরণ করা হলে সেটি অনেকেই মানতে পারছেন না। আমরা সেটিও দেখার চেষ্ট করছি। তবে যারা অসহায় গরিব তাদের হোলডিং টেক্স অস্বাভিকভাবে বাড়ানো হলে সে বিষয়েও দেখা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন