Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনের ফাঁসি

admin

প্রকাশ: ১৫ মে ২০২৪ | ০৭:৫৭ অপরাহ্ণ | আপডেট: ১৫ মে ২০২৪ | ০৭:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনের ফাঁসি

রাজনগর সংবাদদাতা:
মৌলভীবাজারের রাজনগর উপজেলার এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। একই সাথে প্রত্যেকেকে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়।

বুধবার (১৫ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতের বিচারক মো: সোলায়মান এ রায় প্রদান করেন।

আদালতে রায় প্রদানের সময় রাষ্ট্র পক্ষে এডভোকেট নিখিল রঞ্জন দাশ ও আসামীদেরা পক্ষে এডভোকেট বিল্লাল হোসেন ও সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্তরা হলো- রাজনগর উপজেলার ছিক্কা গ্রামের মজ মিয়ার ছেলে আবারক মিয়া ও দক্ষিণ কাসিমপুর গ্রামের মৃত হামদু মিয়ার ছেলে জয়নাল মিয়া।

জানা যায়, ২০১৮ সালের ৩০ মে বিকেলে ৭০ হাজার টাকা নিয়ে নিজ বাড়ি থেকে রাজনগরের উদ্দেশ্যে রওনা দেন ভিকটিম। রাজনগর পর থেকেই নিখোঁজ হন সেই কিশোরী। এর তিন দিন পরে রাজনগরের এক বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে পরদিন রাজনগর থানায় একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে ২ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে পুলিশ।

আদালতের বিচারক ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীত প্রমানিত হলে এ রায় প্রদান করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলার অভিযুক্ত আবারক মিয়া ও জয়নালকে ফাঁসির আদেশ দেন আদালত। একই সাথে প্রত্যেকেকে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পিপি এ্যাড. নিখিল রঞ্জন দাশ জানান, বিজ্ঞ আদালত আসামিদের বিরুদ্ধে ঘটনায় জড়িত থাকার অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় ২জনকে ফাঁসির আদেশ দেন একই সাথে প্রত্যেকেকে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়। রায় ঘোষণা শেষে আবারক মিয়া ও জয়নালকে সাজা পরোয়ানা মুলে কারাগারে প্রেরণ করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন