তাহিরপুর সংবাদদাতা:
সুনামগঞ্জের তাহিরপুরে ‘বোমাসদৃশ’ বস্তুর বিস্ফোরণে তিন জন আহত হয়েছেন। বুধবার সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীপুর বাজারে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে বিকট শব্দে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের তরং গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোবাইল মেকানিক আনোয়ার আলম, গ্রাহক একই গ্রামের মৃত কফিল মিয়ার ছেলে নুরুল হুদা, তার সহোদর আনিস মিয়া।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আনোয়ার আলম ও নুরুল হুদাকে বুধবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত আনিসকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার রাতে আহত আনোয়ার আলমের ভাই মাহবুব আলম বাছির বলেন, শ্রীপুর বাজারে ভাইয়ের মোবাইল সার্ভিসিংয়ের দোকানে শ্রীপুর গ্রামের মৃত ইসকন্দর আলীর ছেলে সাজু ছোট কলম আকৃতির দুটি বৈদ্যুতিক তার সংযুক্ত সিলভার রঙের একটি ইলেকট্রনিক্স সাদৃশ্য সামগ্রী নিয়ে আসে পাওয়ার চেক করার জন্য। প্রথমে আমার ভাই মাল্টি মিটারে বৈদ্যুতিক তার দুটি পরীক্ষা করেন। এরপর এসি লোড টেস্টারে ফের পাওয়ার চেক করার জন্য বৈদ্যুতিক তার দুটি সংযুক্ত করার সাথে সাথে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে আমার ভাইসহ সার্ভিসিং সেন্টারে থাকা অপর দুই সহোদর গ্রাহক আহত হন।
বুধবার রাতে শ্রীপুর গ্রামের সাজুর নিকট এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি একটি দুর্ঘটনা। এরপর বলেন, আমি মঙ্গলবার চারাগাঁও সীমান্তের চারাগাঁও শুল্ক স্টেশনের চুনাপাথরের ডিপোতে ছোট কলম আকৃতির দুটি বৈদ্যুতিক তার সংযুক্ত সিলভার রঙের একটি ইলেকট্রনিক্স সাদৃশ্য সামগ্রী পাই, এরপর এটি পরীক্ষা করার জন্য মোবাইল সার্ভিসিংয়ের দোকানে নিয়ে গেলে বিস্ফোরণ ঘটে।
বুধবার রাতে চারাগাঁও শুল্ক স্টেশনের চুনাপাথর আমদানিকারকদের একাধিক সূত্র জানায়, ভারতের চুনাপাথর খনিতে চুনাপাথর ভাঙ্গার জন্য সেখানকার রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো তাদের কোয়ারীতে এক ধরনের ইলেকট্রনিক্স ডেটোনেটর (উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক) ব্যবহার করে থাকে। যেটি বুধবার সন্ধ্যায় শ্রীপুর বাজারে বিস্ফোরিত হয়েছে সেটি ইলেকট্রনিক্স ডেটোনেটর হতে পারে।
খবর পেয়ে রাতেই তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহতদের দেখতে যান থানার ওসি ও সহকারী পুলিশ সুপার (তাহিরপুর (সার্কেল)।
এ বিষয়ে বুধবার রাত সাড়ে ১২টায় তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেনসিল ব্যাটারি জাতীয় কোনো সামগ্রী; যা পাওয়ার চেক করতে গিয়ে বিস্ফোরণ ঘটে, এতে তিন জন আহত হয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার