Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

নদীতে বালু উত্তোলনের সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

admin

প্রকাশ: ২০ মে ২০২৪ | ০৩:৪২ অপরাহ্ণ | আপডেট: ২০ মে ২০২৪ | ০৩:৪২ অপরাহ্ণ

ফলো করুন-
নদীতে বালু উত্তোলনের সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা নরসিংপুর ইউনিয়নে চেলা নদীতে বালু উত্তোলনের সময় বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২০ মে) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীর সোনাপুর-পূর্ব চাইরগাঁও এলাকায় এই ঘটনাটি ঘটে।

মারা যাওয়া দুই শ্রমিক, ছাতকের ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও (গনেশপুর) গ্রামের আনছার উদ্দিনের ছেলে দুলন মিয়া (২৮) ও বাহাদুরপুর গ্রামের মুসলিম মিয়ার ছেলে কদ্দুস মিয়া।

এঘটনায় আরও অন্তত ৬ জন মেডিক্যাল চিকিৎসাধীন অবস্থায় আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় সোমবার সকালেও স্টিলবডি নৌকা নিয়ে চেলানদীতে বালু উত্তোলন করতে আসে নিহত শ্রমিকসহ আরও কয়েকজন। এসময় সকালে বৃষ্টিপাতের সাথে বজ্রপাত হয়। এতে শ্রমিক কুদ্দুস মিয়া নিহত হয়, বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুলন মিয়াকে মৃত ঘোষণা করেন।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন