Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধাপরাধ: নেতানিয়াহু ও হানিয়াকে গ্রেফতারের আবেদন আইসিসিতে

admin

প্রকাশ: ২১ মে ২০২৪ | ১১:০৯ পূর্বাহ্ণ | আপডেট: ২১ মে ২০২৪ | ১১:০৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
গাজায় যুদ্ধাপরাধ: নেতানিয়াহু ও হানিয়াকে গ্রেফতারের আবেদন আইসিসিতে

অনলাইন ডেস্ক:
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধাপরাধের দায়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সামরিক প্রধান ইয়োভ গ্যালান্টসহ হামাসের তিন শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কৌসুলি করিম খান।

এক বিবৃতিতে তিনি বলেছেন, গাজায় ৭ মাস ধরে চলা সংঘাতের দায়ে ওই পাঁচ ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করা হয়েছে। গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধে জন্য এদেরকে অপরাধী হিসেবে বিবেচনা করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন করিম খান।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, সোমবার আইসিসির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ফিলিস্তিন ও ইসরাইল ভূখণ্ডে গত সাত মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে উভয় পক্ষের নেতাদের বিরুদ্ধে প্রায় যুদ্ধাপরাধের অভিযোগ আনা হয়েছে। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার, মোহাম্মদ আল-মাসরি এবং হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

সাধারণত কোনো আবেদনের পর বিচারকদের একটি প্যানেল অভিযোগের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিষয়টি বিবেচনা করেন। তবে এখানে এই ধরনের গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার কোনো সুযোগ নেই। কারণ যুক্তরাষ্ট্র ও ইসরাইল গাজা যুদ্ধের তদন্তের বিরোধিতা করেছে।

এদিকে উভয় পক্ষই তাদের বিরুদ্ধে আনা এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন এবং তারা আদালতের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন। নেতানিয়াহু বলেছেন, গণতান্ত্রিক ইসরাইল এবং হামাসের গণহত্যাকারীদের মধ্যে তুলনাকে আমি ঘৃণার সাথে প্রত্যাখান করছি।

অন্যদিকে হামাস নেতা আবু জুহরি আইসিসিরি প্রসিকিউটরদের আনা অভিযোগকে ‘হত্যাকারীদের সঙ্গে ভুক্তভোগীদের’ তুলনা করা হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন