জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেটের তিন উপজেলায় দ্বিতীয় দফা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। তবে জৈন্তাপুর উপজেলার কেন্দ্রগুলোতে দেড় ঘণ্টা পেরোলেও ভোটার উপস্থিতি অনেক কম দেখা যাচ্ছে। কোনো কোনো কেন্দ্র যেন ভোটারশূন্য।
সরেজমিনে সকাল ৯টার দিকে জৈন্তাপুর উপজেলার তেলীজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ওই ভোটকেন্দ্র শুধু একজন আনসার সদস্য ও ভোটগ্রহণ কর্মকর্তারা বসে আছেন। কোনো ভোটার নেই। ভোটারদের আনাগোনা একেবারই কম রয়েছে উপজেলার মাওলানা আব্দুল লতিফ-জুলেখা গার্লস উচ্চ বিদ্যালয়কেন্দ্রে। এছাড়া অন্যান্য কেন্দ্রও একই অবস্থা ।
ভোটার ও ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে কথা হলে তারা জানান, যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় ও কেন্দ্রগুলোর দূরত্ব বেশি হওয়ায় ভোটার উপস্থিত কম। তবে বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্র গুলোতে ভোটার উপস্থিত বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন।
সেন্ট্রাল জৈন্তাপুর উচ্চবিদ্যলয়ের প্রিজাইডিং কর্মকর্তা জহর কুমার সিংহ বলেন, ওই কেন্দ্রে সকাল থেকে সাড়ে ৯টা পর্যন্ত আড়াইশো ভোট পরেছে। ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার বাড়বে। অনেকেই বাড়িতে ব্যস্ত, কাজ করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে। কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে । কোনো বিশৃঙ্খলা নেই।
সিলেটের কানাইঘাট সার্কেলের পুলিশ কর্মকর্তা অলককান্তি শর্মা বলেন, ‘আমি ৫টি কেন্দ্র ঘুরে দেখেছি, প্রত্যেকটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট চলছে। সবকেন্দ্রে আমাদের ফোর্স রয়েছে। আশা করি সবকেন্দ্রেই ভোটগ্রহণ শান্তিপূর্ণ থাকবে।’
অন্যদিকে, কোম্পানিগঞ্জ উপজেলার ভোটকেন্দ্রগুলোতে সকাল ৮টার দিকে ভোটার সরব উপস্থিতি দেখা গেছে।
এদিকে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশসহ বিশেষ বাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে। যেকোনো ধরণের বিশৃঙ্খলা পরিস্থিতি এড়াতে তারা প্রস্তুত রয়েছেন। বিভিন্ন কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সরব উপস্থিতি রয়েছে।
সিলেটের তিন উপজেলার (কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইঘাট) ৪ লাখ ৮৪ হাজার ৪শ ৮২ জন ভোটার ১৭০টি কেন্দ্রে তাদের ভোট প্রদান করবেন।
এই তিন উপজেলায় মোট ৩৭ জন প্রার্থী ভোট যুদ্ধে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
জৈন্তাপুর উপজেলায় ১ লক্ষ ৩৪ হাজার ৬শ ১১ জন। যাদের মধ্যে ৬৪ হাজর ৬শ ৫৩ জন মহিলা ও ৬৯ হাজার ৯শ ৫৭ জন পুরুষ ভোটার। এ উপজেলায় তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন।
জৈন্তাপুর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া জানান, জৈন্তাপুর উপজেলায় ৪৬টি কেন্দ্রে ভোট প্রদান করবেন ভোটাররা। এই উপজেলার কোন কেন্দ্রকে ঝুকিপূর্ণ চিহ্নিত করা হয়নি তবে গুরুত্বপূর্ণ হিসেবে ২৯টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলায় ১ লক্ষ ১৯ হাজার ৯শ ৪২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৭ম ৫৫ জন ও মহিলা ভোটার ৫৬ হাজার ১শ ৮১ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্রে ৪০টি।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ জানান, ভোটাররা উপজেলায় ৪০টি কেন্দ্রে ভোটা প্রদান করবেন। এর মধ্যে ৭-৮টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এবং গুরুত্বপূর্ণ হিসেবে ২৫টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
গোয়াইনঘাট উপজেলায় ২ লক্ষ ২৯ হাজার ৯শ ২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৬শ ৩৪ জন ও মহিলা ভোটার ১ লাখ ১১ হাজার ২শ ৯৫ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্রে ৮৪টি।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম জানান, এর মধ্যে ২৬টি কেন্দ্রকে ঝুকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। এবং গুরুত্বপূর্ণ হিসেবে ৫১টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে। ঝুকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার