Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৮ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জে জুয়ার আসর থেকে আটক ৪

admin

প্রকাশ: ০৪ মার্চ ২০২৩ | ০৭:০৮ অপরাহ্ণ | আপডেট: ০৪ মার্চ ২০২৩ | ০৭:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
ফেঞ্চুগঞ্জে জুয়ার আসর থেকে আটক ৪

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
সিলেটের ফেঞ্চুগঞ্জ থানা পুলিশের অভিযানে উপজেলার মাইজগাও বাজার থেকে ৪ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।

এ সময় তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ২০ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আটককৃতরা হচ্ছেন- কুলাউড়া থানার টিলাগাও গ্রামের মৃত মর্তুজ আলীর পুত্র আব্দুল মজিদ (৪২), ফেঞ্চুগঞ্জ নিজ ছত্তিশ গ্রামের আব্দুল মোতালিবের পুত্র হোটেল মালিক লাভলু মিয়া (৫৫), পাঠানটিলা গ্রামের মৃত তবারক আলীর পুত্র স্বপন মিয়া (৩৩) ও কায়েস্তগ্রামের নুর ইসলামের পুত্র শিবলু (১৯)।

অভিযানে নেতৃত্বদানকারী ফেঞ্চুগঞ্জ থানার এসআই আশরাফুল আলম ও এএসআই গোলাম মোস্তফা সিলেটভিউকে বলেন, ৪ঠা মার্চ শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাফায়াত হোসেনের দিক নির্দেশনায় মাইজগাও বাজারস্থ প্রবাসী হোটেলের রান্নাঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ০১- তারিখ ০৪/০৩/২৩।

ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাফায়াত জানান, আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ থানা এলাকায় কোন ধরনের জুয়া, মাদক, সম্পত্তি চুরি ও নারী সংক্রান্ত কোন অপরাধীকে ছাড় দেওয়া হবে না। কোথাও কোন ধরনের অন লাইন, অফ লাইন জুয়া, বাজি ইত্যাদির খবর পেলে তাৎক্ষণিক অভিযান চালানো হবে।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানায় তথ্য আহবান করে তিনি বলেন, সব সময় তথ্যদাতার নাম পরিচয় গোপন রাখা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন