রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকার বাসায় দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাসায় রাখা ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও একটি মোবাইল নিয়ে গেছে চোর।
খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। শনিবার (৪ মার্চ) সকালে চুরির বিষয়টি জানাজানি হয়।
বাসার মালিক সূত্রে জানা যায়, রাজনগর সদর ইউনিয়নের হরিনাচং এলাকায় নিজ বাসা রায়হান ভিলার দ্বিতীয় তলায় থাকতেন রাজনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস আক্তার। বড় মেয়ের দেবরের বিয়ে উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে তিনি মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামে যান। শনিবার সকালে তার বাসার নিচতলায় ভাড়ায় থাকা উন্নয়ন সহায়ক সংস্থা এনজিওর কর্মকর্তারা অফিসে এলে উপরের তলার বেলকোনির রেলিং ভাঙ্গা দেখতে পান। খবর পেয়ে মৌলভীবাজার থেকে এসে ওই শিক্ষিকা দেখেন, তার ঘরের দরজার তালা কাটা। আলমারি, ওয়ারড্রব ও শোকেচের ড্রয়ারে রাখা কাগজপত্র ও কাপড় এলোমেলো পড়ে রয়েছে। আলমারিতে রাখা ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৩০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নেই। বিষয়টি রাজনগর থানা পুলিশকে জানালে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
শিক্ষিকা নার্গিস আক্তার বলেন, আমরা মৌলভীবাজারে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। সকালে রেলিং ভাঙ্গার খবর পেয়ে এসে দেখি সবকিছু এলোমেলো পড়ে আছে। চোর মোট ৭ ভরি স্বর্ণের অলঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে গেছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। কি পরিমান জিনিসপত্র চুরি হয়েছে তদন্ত চলছে। বাসার মালিক থানায় লিখিত অভিযোগ করলে আইনানুগ সহযোগিতা করা হবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 998 বার